What literary period does The Waste Land belong to?
A
Modernism
B
Romanticism
C
Victorianism
D
Renaissance
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What language is used in Marie’s recollections in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
German
B
Italian
C
French
D
Latin
Marie যখন তার অতীত স্মৃতি বলে, তখন কিছু লাইন জার্মান ভাষায় এসেছে — যেমন “Bin gar keine Russin, stamm’ aus Litauen, echt deutsch.” Eliot ইচ্ছে করে ভাষার মিশ্রণ ব্যবহার করেছেন, যাতে ইউরোপের বহুমুখিতা এবং বিভক্তি ধরা পড়ে। জার্মান ভাষার এই ব্যবহার কবিতাকে বহুসাংস্কৃতিক ও আধুনিকতার প্রতিফলন করে তুলেছে।

1
Updated: 1 month ago
What type of structure binds the five parts of the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
Collage of voices and myths
B
Epic unity of one hero
C
Romantic narrative of love
D
Comic satire of society
"The Waste Land" কবিতার কাঠামো হলো একধরনের কোলাজ। বিভিন্ন চরিত্র, মিথ, কণ্ঠ একসাথে মিশে গেছে। কোনো একক নায়ক নেই, বরং ভাঙা অংশগুলো মিলেই কবিতা তৈরি হয়েছে। Eliot এই কৌশল ব্যবহার করেছেন আধুনিকতার বিভক্ত বাস্তব বোঝাতে।

0
Updated: 2 weeks ago
What Greek river of the dead is referenced in “The Waste Land”?
Created: 2 weeks ago
A
Styx
B
Lethe
C
Acheron
D
Cocytus
মৃত্যুর পর আত্মারা Styx নদী পার হয়ে যেত। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন, যাতে মৃত্যু আর ভাঙা জীবনের চিত্র ফুটে ওঠে। আধুনিক সভ্যতা যেন মৃত্যুর নদীতে ভেসে যাচ্ছে। Styx তাই মৃত্যুর চূড়ান্ত সীমারেখা হয়ে ওঠে "The Waste Land" কবিতায় ।

0
Updated: 2 weeks ago