Which author wrote Death of a Salesman?
A
Samuel Beckett
B
Arthur Miller
C
T. S. Eliot
D
Joseph Conrad
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What does Happy’s final vow at the Requiem reveal about him?
Created: 3 weeks ago
A
He rejects Willy’s dream
B
He continues Willy’s illusions
C
He plans to move abroad
D
He blames Biff for Willy’s death
Requiem-এ Happy ঘোষণা দেয়—সে তার বাবার স্বপ্ন পূরণ করবে। এটি দেখায় যে Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিম Happy-এর ভেতর বেঁচে আছে। Happy বাস্তবতা বুঝতে চায় না, বরং বাবার মতই মিথ্যা স্বপ্ন আঁকড়ে ধরে। তার ভাই Biff সত্য বুঝে স্বপ্ন ভেঙে ফেলে, কিন্তু Happy অন্ধভাবে ভুল পথে এগিয়ে যায়। এই অবস্থান নাটকের ট্র্যাজিক বৃত্তকে আরও শক্ত করে। Willy যেমন ব্যর্থ হয়েছিল, Happy-ও একই ভ্রান্তির ফাঁদে আটকে যায়।

0
Updated: 3 weeks ago
Why is Bernard’s success important to the play’s message?
Created: 3 weeks ago
A
It proves that academic effort can succeed where charm fails
B
It shows Howard’s generosity
C
It confirms Linda’s warnings
D
It symbolizes Ben’s adventure
Bernard নাটকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। Willy তাকে সবসময় nerd ভেবে ছোট করেছিল। সে ভাবত, Bernard কখনও Biff-এর মতো জনপ্রিয় হতে পারবে না। কিন্তু Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, সুপ্রিম কোর্টে মামলাও লড়ে। এই সাফল্য দেখায়, জনপ্রিয়তা বা charm নয়, বরং অধ্যবসায় ও মেধাই প্রকৃত সাফল্যের পথ। এখানে Miller পরিষ্কারভাবে আমেরিকান ড্রিমের ভ্রান্তিকে ভেঙে দেন। Bernard হলো নাটকের নীরব বিজয়ী, যিনি Willy ও তার ছেলেদের ভুল ধারণাকে প্রমাণ করে দেন।

0
Updated: 3 weeks ago
What universal truth does Death of a Salesman reveal?
Created: 3 weeks ago
A
That blind pursuit of false dreams leads to self-destruction
B
That success always comes to the hardworking
C
That family love solves all problems
D
That wealth ensures happiness
Arthur Miller-এর এই নাটক কেবল একজন সেলসম্যানের গল্প নয়, বরং একটি সার্বজনীন সত্য প্রকাশ করে। Willy অন্ধভাবে ভ্রান্ত আমেরিকান ড্রিমকে আঁকড়ে ধরে—বিশ্বাস করে charm, popularity আর বাহ্যিক সাফল্যই জীবনের মূল। এই ভুল ধারণাই তাকে ধ্বংস করে। পরিবার, চাকরি, মানসিক শান্তি—সব হারায়। নাটক দর্শককে সতর্ক করে দেয়—যদি মানুষ বাস্তবতাকে অস্বীকার করে মিথ্যা স্বপ্নের পিছনে ছুটে, তবে তার জীবনে আসবে আত্মবিনাশ। তাই নাটকটি সাধারণ মানুষের ট্র্যাজেডি হলেও বার্তাটি সর্বজনীন।

0
Updated: 3 weeks ago