A
He becomes furious
B
He ignores it completely
C
He blames himself
D
He is shocked but accepts it
উত্তরের বিবরণ
Lady Macbeth-এর মৃত্যুর খবর শুনে Macbeth বলে—“She should have died hereafter”—যা বোঝায় সে শোক পেলেও যুদ্ধ ও ভাগ্যের মুখোমুখি হওয়ায় মানসিকভাবে নিরাসক্ত হয়ে গেছে। এটি তার হতাশা ও জীবনের অসারতার উপলব্ধি প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago
Which character is most skilled at deception in the play?
Created: 2 weeks ago
A
Iago
B
Cassio
C
Roderigo
D
Othello
Iago পুরো নাটক জুড়ে প্রতারণার মাধ্যমে সবার মন নিয়ন্ত্রণ করে। সে বিশ্বস্ত সৈনিকের মুখোশ পরে ওথেলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই প্রতারণা “appearance vs. reality” থিমের মূল কেন্দ্র, যা নাটকের ট্র্যাজিক পরিণতি নির্ধারণ করে।

1
Updated: 2 weeks ago
Who says, “Put out the light, and then put out the light”?
Created: 2 weeks ago
A
Desdemona
B
Othello
C
Iago
D
Brabantio
এই লাইনটি ওথেলো বলে যখন সে ডেসডিমোনাকে হত্যা করার আগে প্রদীপ নিভিয়ে দেয়। প্রথম আলো নিভানো প্রতীকী, আর দ্বিতীয়টি তার স্ত্রীর জীবন। এখানে ভালোবাসা ও হত্যা একইসাথে মিশে আছে, যা নাটকের করুণ ট্র্যাজেডিকে গভীর করে।

0
Updated: 2 weeks ago
What drives Ophelia to madness?
Created: 2 weeks ago
A
Hamlet’s rejection and her father’s death
B
Her mother’s death
C
Political pressure from Claudius
D
The Ghost’s appearance
Hamlet-এর অবহেলা এবং Polonius-এর মৃত্যুতে Ophelia মানসিক ভারসাম্য হারায় ও অবশেষে ডুবে মারা যায়।

2
Updated: 2 weeks ago