A
To use as weapons
B
To signal the English
C
To hide their numbers
D
To honor Banquo
উত্তরের বিবরণ
Malcolm সৈন্যদের আদেশ দেয় Birnam Wood-এর ডাল কেটে নিজেদের সামনে বহন করতে, যাতে Macbeth দূর থেকে তাদের প্রকৃত সংখ্যা বুঝতে না পারে। এই কৌশল ডাইনির ভবিষ্যদ্বাণী পূর্ণ করে।

0
Updated: 2 weeks ago
Which character best represents the theme of appearance vs. reality?
Created: 2 weeks ago
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
Iago-র চরিত্র “appearance vs. reality” থিমকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে। সে বাইরে বিশ্বস্ত সৈনিকের মতো মনে হলেও ভেতরে প্রতারক ও ষড়যন্ত্রী। শেক্সপিয়র দেখিয়েছেন বাহ্যিক মুখোশের আড়ালে কী ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে।

1
Updated: 2 weeks ago
Who poisons Othello’s mind against Desdemona?
Created: 2 days ago
A
Cassio
B
Brabantio
C
Iago
D
Roderigo
ইয়াগো ষড়যন্ত্র করে ওথেলোর মনে সন্দেহ জাগায় যে দেশডিমোনা কাসিওর সঙ্গে অবিশ্বস্ত। এই ঈর্ষা থেকেই ট্র্যাজেডি শুরু হয়।

0
Updated: 2 days ago
Why does Hamlet stage the play “The Mousetrap”?
Created: 2 weeks ago
A
To amuse Ophelia
B
To honor his father
C
To catch the conscience of the king
D
To celebrate Claudius’s coronation
হ্যামলেট নাটকের মধ্যে নাটক মঞ্চস্থ করে যাতে ক্লডিয়াসের অপরাধ প্রকাশ পায়। ক্লডিয়াসের প্রতিক্রিয়া দেখে সে নিশ্চিত হয় তার পিতাকে হত্যা করা হয়েছে। এটি নাটকের গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত।

0
Updated: 2 weeks ago