A
Banquo protects him
B
The murderers miss their chance
C
Malcolm rescues him
D
The witches intervene
উত্তরের বিবরণ
Banquo আক্রমণের সময় Fleance-কে পালাতে বলে। Fleance অন্ধকারের সুযোগে হত্যাকারীদের হাত থেকে বাঁচে। তার পালানো Macbeth-এর জন্য আতঙ্কজনক, কারণ ভবিষ্যদ্বাণী অনুযায়ী Fleance-এর বংশ স্কটল্যান্ডের রাজা হবে।

0
Updated: 2 weeks ago
What is the meaning of Hamlet’s famous line “To be, or not to be”?
Created: 2 weeks ago
A
Deciding whether to love
B
Planning revenge
C
Choosing between life and death
D
Doubting friendship
“To be, or not to be” হ্যামলেটের বিখ্যাত স্বগতোক্তি, যেখানে সে জীবনের অর্থ ও মৃত্যুর আকর্ষণ নিয়ে ভাবছে। সে যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা এবং মৃত্যু দ্বারা মুক্তির সম্ভাবনা—দুইয়ের মধ্যে দ্বন্দ্বে পড়ে যায়। এটি নাটকের অস্তিত্ববাদী থিমকে তুলে ধরে।

0
Updated: 2 weeks ago
“All the perfume of Arabia will not sweeten this little hand”-who said this?
Created: 6 days ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Lady Macbeth’s Sleepwalking Line – Act 5, Scene 1
-
Scene: Act 5, Scene 1 – Lady Macbeth is sleepwalking.
-
Behavior: She obsessively tries to wash imagined blood of King Duncan from her hands.
-
Significance: The line reveals her overwhelming guilt and psychological torment over the murders.

0
Updated: 6 days ago
"To be, or not be, that is the question" _____ is a famous dialogue from -
Created: 1 month ago
A
Othello
B
Romeo and Juliet
C
Hamlet
D
Macbeth
• "To be, or not to be, that is the question"
এই বিখ্যাত উক্তিটি উইলিয়াম শেক্সপিয়রের লেখা 'হ্যামলেট' নাটক থেকে নেওয়া হয়েছে।
-
এটি মূল চরিত্র হ্যামলেটের একটি বিখ্যাত স্বগতোক্তি (soliloquy), যেখানে সে জীবনের অর্থ এবং বেঁচে থাকা না থাকা নিয়ে গভীরভাবে ভাবছে।
• শেক্সপিয়রের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে 'Hamlet' অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় একটি ট্র্যাজেডি।
-
এই নাটকটি মোট ৫টি অধ্যায় (act) নিয়ে গঠিত এবং এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয়।
-
প্রথম প্রকাশ ঘটে ১৬০৩ সালে।
-
নাটকে দেখা যায়, প্রিন্স হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফেরে তার বাবার মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে। সেখানে সে জানতে পারে যে, তার চাচা ক্লডিয়াস তার মা গার্ট্রুডকে বিয়ে করেছে এবং তার বাবার খুন করেছে।
-
এরপর হ্যামলেট তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নানা পরিকল্পনা করতে থাকে এবং নাটকের কাহিনি ধীরে ধীরে এগিয়ে যায়।
-
নাটকের ভিলেন বা প্রধান প্রতিপক্ষ হলো ক্লডিয়াস।
-
নাটকের শেষাংশে হ্যামলেটের মৃত্যু ঘটে, যার মাধ্যমে নাটকটির সমাপ্তি হয়।
• হ্যামলেট নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
হ্যামলেট: মূল নায়ক, ডেনমার্কের রাজপুত্র।
-
ওফেলিয়া: হ্যামলেটের ভালোবাসার মানুষ।
-
ক্লডিয়াস: হ্যামলেটের চাচা এবং রাজা, নাটকের ভিলেন।
-
গার্ট্রুড: হ্যামলেটের মা।
-
হোরেশিও: হ্যামলেটের বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু।
-
পোলোনিয়াস: ওফেলিয়ার বাবা।
-
লার্টিস: ওফেলিয়ার ভাই।
• হ্যামলেট নাটকের কিছু বিখ্যাত উক্তি:
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.”
(ধার দিও না, ধার নাও না; কারণ ধার অনেক সময় বন্ধুত্বও নষ্ট করে) -
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in't.”
-
“Conscience doth make cowards of us all.”
-
“There is divinity that shapes our end.”
তথ্যসূত্র: Britannica

1
Updated: 1 month ago