Who discovers King Duncan’s murder?
A
Macbeth
B
Lennox
C
Macduff
D
Banquo
উত্তরের বিবরণ
রাজা Duncan হত্যার পর সকালে Macduff তাকে জাগাতে যায় এবং রক্তাক্ত দেহ আবিষ্কার করে। তার চিৎকারে পুরো দুর্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আবিষ্কার Macbeth-এর জন্য নাটকীয় মোড় তৈরি করে, কারণ সে নিজের অপরাধ আড়াল করতে দ্রুত ব্যবস্থা নেয়।

0
Updated: 2 months ago
In Shakespeare's play Hamlet, Hamlet was prince of
Created: 1 month ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Why does Alonso feel deep sorrow during the play?
Created: 2 months ago
A
He thinks Ferdinand is dead
B
He loses his kingdom
C
He is betrayed by Antonio
D
He fears Prospero’s magic
ঝড়ের পর Alonso বিশ্বাস করে যে তার ছেলে Ferdinand ডুবে মারা গেছে। এই দুঃখ তাকে অনুতপ্ত ও দুর্বল করে তোলে। পরে সে যখন Ferdinand-কে জীবিত দেখে, তখন তার আনন্দ ও কৃতজ্ঞতা Prospero-র ক্ষমার সঙ্গে মিলিত হয়ে নাটকের পুনর্মিলন সম্পূর্ণ করে।

1
Updated: 2 months ago
What advice does Laertes give to Ophelia regarding Hamlet?
Created: 2 months ago
A
To avoid falling in love with Hamlet
B
To marry Hamlet quickly
C
To spy on Hamlet
D
To confess her feelings
Laertes তার বোন Ophelia-কে সতর্ক করে যে Hamlet রাজপুত্র হিসেবে ব্যক্তিগত ইচ্ছা পূরণে স্বাধীন নয়। রাজনৈতিক দায়িত্ব ও রাজকীয় সিদ্ধান্তের কারণে সে হয়তো বিয়ে করতে পারবে না। এই পরামর্শ Ophelia-কে Hamlet থেকে দূরে রাখার চেষ্টা।

0
Updated: 2 months ago