Why does Macduff go to England?
A
To escape execution
B
To find the witches
C
To seek revenge on Banquo
D
To gather support from Malcolm
উত্তরের বিবরণ
Macduff স্কটল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে যায় Malcolm-এর সাহায্য নিতে। সে Macbeth-এর স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করতে চায়। এই পদক্ষেপ Macbeth-এর সন্দেহ জাগায় এবং তার পরিবারকে হত্যার কারণ হয়।

1
Updated: 2 months ago
What causes the storm (tempest) at the beginning of the play?
Created: 2 months ago
A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 months ago
'I am a man more sinned against than sinning'. This is uttered by___
Created: 2 months ago
A
Horatio
B
Hamlet
C
King Lear
D
Macbeth
শেকসপিয়রের King Lear নাটকে (Act 3, Scene 2) রাজা লিয়ার একটি বিখ্যাত উক্তি করেন— "I am a man more sinned against than sinning."
রাজা লিয়ার ছিলেন ইংল্যান্ডের প্রবীণ শাসক। তিনি জীবনের শেষ সময়ে নিজের রাজ্য তিন কন্যার মধ্যে ভাগ করে দেন। বড় দুই মেয়ে গনারিল ও রিগান মিথ্যা প্রশংসা করে রাজ্য লাভ করে। কিন্তু রাজ্য হাতে পাওয়ার পর তারা বাবার প্রতি অকৃতজ্ঞ হয়। তারা লিয়ারকে রাজকীয় সম্মান দেয় না, বরং অপমান করে ঘর থেকে বের করে দেয়। ছোট মেয়ে কর্ডেলিয়া সত্য বলার জন্য রাজ্য হারালেও শেষ পর্যন্ত বাবার প্রতি অনুগত থাকে।
গনারিল ও রিগানের নিষ্ঠুর আচরণের ফলে লিয়ার ভয়ঙ্কর ঝড়ের রাতে আশ্রয়হীন অবস্থায় পড়েন। তখন দুঃখে ও ক্ষোভে তিনি বলেন, “আমি এমন এক মানুষ, যার প্রতি অন্যায় বেশি হয়েছে, অথচ আমি ততটা অন্যায় করিনি।”
এই উক্তির মাধ্যমে লিয়ার বুঝাতে চান, তিনি অন্যের পাপে ভুক্তভোগী। তার জীবনে মেয়েদের অকৃতজ্ঞতা ও প্রতারণা বড় আঘাত এনেছে। উক্তিটি তার হতাশা, অসহায়তা এবং বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের প্রতীক।

3
Updated: 3 weeks ago
Othello is Shakespeare’s play about-
Created: 2 months ago
A
A Jew
B
A Roman
C
A Turk
D
A Moor
William Shakespeare রচিত বিখ্যাত tragedy সমূহের মধ্যে অন্যতম হলো Othello । Othello নাটকের প্রধান রচিত্র-Othello ছিলের ভেনিসের সেনাপতি। Othello ছিলেন একজন Moor (উত্তর-পশ্চিম আফ্রিকার আরব ও বার্বার জাতির মিশ্রণ থেকে উদ্ভূত জনগোষ্ঠী)। Othello নিজ স্ত্রী Desdemona-কে সন্দেহপূর্বক হত্যা করে এবং পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে বুকে ছুরি বসিয়ে আত্মহত্যা করে; এর মাধ্যমেই নাটকটি tragedy রূপ লাভ করে।

1
Updated: 2 months ago