Who is the first Thane of Cawdor in the play?
A
Macbeth
B
A traitor executed for treason
C
Banquo
D
Macduff
উত্তরের বিবরণ
নাটকের শুরুতে প্রথম Thane of Cawdor রাজদ্রোহের জন্য নরওয়ের পক্ষে লড়াই করে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং রাজা Duncan সেই উপাধি Macbeth-কে দেন। এটি ডাইনিদের ভবিষ্যদ্বাণীর প্রথম ধাপ পূর্ণ করে।

3
Updated: 2 months ago
Who tells Hamlet about the Ghost’s appearance?
Created: 2 months ago
A
Horatio
B
Claudius
C
Polonius
D
Laertes
হোরেশিও হ্যামলেটকে জানায় যে দুর্গের প্রহরীরা রাতে মৃত রাজা হ্যামলেটের মতো দেখতে এক ভূত দেখেছে। এই সংবাদে হ্যামলেট আগ্রহী হয়ে ভূতের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এটি নাটকের রহস্যময়তার সূচনা এবং প্রতিশোধের কাহিনীর প্রথম ধাপ।

0
Updated: 2 months ago
Laertes duel with Hamlet illustrates-
Created: 1 week ago
A
That revenge is inevitable in a corrupt court
B
Hamlet's philosophical indecision versus Laertes' impulsiveness
C
The entanglement of personal vendetta with societal expectation
D
That both characters are morally equivalent in their pursuit of justice
এই দ্বন্দ্বযুদ্ধটি আসলে শুধু দুই ব্যক্তির প্রতিহিংসার লড়াই নয়, বরং একটি বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন।
-
প্রথমত, Laertes ও Hamlet-এর মধ্যে দ্বন্দ্ব ব্যক্তিগত প্রতিশোধের ভিত্তিতে শুরু হলেও তা রাজদরবারের আনুষ্ঠানিক আকারে পরিণত হয়। অর্থাৎ, ব্যক্তিগত ক্রোধ ও রাজকীয় নিয়ম একে অপরের সঙ্গে মিশে যায়, যা দেখায় কিভাবে ব্যক্তিগত আবেগ সামাজিক বা রাজনৈতিক কাঠামোর অংশ হয়ে ওঠে।
-
দ্বিতীয়ত, দরবারের লোকচক্ষুর আড়ালে থাকা প্রতারণা ও ষড়যন্ত্র এই ঘটনাকে আরও জটিল করে তোলে। ফেন্সিং ম্যাচের আড়ালে প্রতিশোধের ফাঁদ পাতা হয়, যা দেখায় যে সমাজে “honour” বা সামাজিক মর্যাদা রক্ষার নামে কিভাবে নৈতিকতা বিকৃত হতে পারে।
সবশেষে, এই দৃশ্যটি Shakespeare-এর সমাজচেতনার প্রতিফলন, যেখানে ব্যক্তিগত প্রতিশোধ, নৈতিক দ্বন্দ্ব এবং রাজদরবারের প্রভাব একসাথে গাঁথা থাকে। অর্থাৎ, ব্যক্তিগত ‘vendetta’ কখনোই সমাজের বাইরে নয়—এটি সবসময় সমাজ ও রাজনীতির সঙ্গে জড়িত।

0
Updated: 1 week ago
How does Iago achieve his goals throughout the play?
Created: 2 months ago
A
By violence
B
By manipulation
C
By wealth
D
By loyalty
Iago সরাসরি শক্তি ব্যবহার না করে মানুষের মন নিয়ন্ত্রণ করে। সে ওথেলোর মনে ঈর্ষা জাগায়, Cassio-র দুর্বলতা কাজে লাগায় এবং রডরিগোকে ব্যবহার করে। এই প্রতারণা ও কৌশল তাকে নাটকের চালক করে তোলে। এটি “power through manipulation” থিমকে প্রকাশ করে।

1
Updated: 2 months ago