What role does the Porter scene play in the play?
A
It introduces the witches
B
It serves as comic relief
C
It reveals Duncan’s death
D
It predicts Macbeth’s downfall
উত্তরের বিবরণ
Porter দৃশ্যটি রাজা Duncan হত্যার পরপরই আসে, যেখানে মদ্যপ Porter হাস্যরসাত্মকভাবে নরকের দরোয়ান সেজে কথা বলে। এটি দর্শকদের উত্তেজনা কমাতে সাহায্য করে, কিন্তু একই সাথে নাটকের অন্ধকার সুর বজায় রাখে।

1
Updated: 2 months ago
Who is the last character to die in the play?
Created: 3 weeks ago
A
Claudius
B
Gertrude
C
Laertes
D
Hamlet
হ্যামলেট নাটকের শেষ দৃশ্যে এক দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে ঘটনাপ্রবাহ চূড়ান্ত রূপ নেয়, যেখানে দ্রুত পরপর প্রধান চরিত্ররা মৃত্যুবরণ করে। মৃত্যুর ক্রম হলো নিম্নরূপ:
-
গারট্রুড: অজান্তে বিষমিশ্রিত মদের পাত্র থেকে পান করেন, যা আসলে ক্লডিয়াস হ্যামলেটকে হত্যার উদ্দেশ্যে প্রস্তুত করেছিল।
-
লায়ার্টিস: দ্বন্দ্বযুদ্ধে নিজেরই বিষমাখানো তরবারির আঘাতে আহত হয়ে মারা যায়। মৃত্যুর আগে সে ক্লডিয়াসের ষড়যন্ত্র প্রকাশ করে।
-
ক্লডিয়াস: ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ায় ক্রুদ্ধ হ্যামলেট তাকে বিষাক্ত তরবারির আঘাতে হত্যা করে এবং অবশিষ্ট বিষমিশ্রিত মদ পান করতে বাধ্য করে।
-
হ্যামলেট: লায়ার্টিসের বিষাক্ত তরবারির আঘাতেই সে মৃত্যুবরণ করে। তবে মৃত্যুর আগে সে নিশ্চিত হয় ক্লডিয়াসের মৃত্যু ঘটেছে এবং তার বন্ধু হোরেশিওকে নিজের কাহিনি বিশ্বের কাছে পৌঁছে দিতে অনুরোধ করে।
তালিকার শেষ মৃত্যু ঘটে হ্যামলেটের।
সঠিক উত্তরঃ Hamlet.

0
Updated: 3 weeks ago
How does Cordelia explain her love for King Lear?
Created: 2 months ago
A
I love your majesty According to my bond; no more nor less.
B
I love you father According to my bond; no more nor less.
C
I love thee According to my bond; no more nor less.
D
I love you my father According to my bond; no more nor less.
Act 1, Scene 1-এ যখন King Lear তার তিন কন্যাকে ভালোবাসা প্রকাশ করতে বলেন, তখন Goneril ও Regan অতিরঞ্জিত প্রশংসা করে। কিন্তু Cordelia সৎভাবে বলে যে সে রাজাকে একজন কন্যার দায়িত্ব ও সম্পর্ক অনুযায়ী ভালোবাসে—না কম, না বেশি। এই লাইনটি—"I love your majesty according to my bond; no more nor less."—শেক্সপিয়ারের King Lear নাটকে Cordelia-র বলা।

2
Updated: 2 months ago
Which character best represents the theme of appearance vs. reality?
Created: 2 months ago
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
Iago-র চরিত্র “appearance vs. reality” থিমকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে। সে বাইরে বিশ্বস্ত সৈনিকের মতো মনে হলেও ভেতরে প্রতারক ও ষড়যন্ত্রী। শেক্সপিয়র দেখিয়েছেন বাহ্যিক মুখোশের আড়ালে কী ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে।

1
Updated: 2 months ago