A
It introduces the witches
B
It serves as comic relief
C
It reveals Duncan’s death
D
It predicts Macbeth’s downfall
উত্তরের বিবরণ
Porter দৃশ্যটি রাজা Duncan হত্যার পরপরই আসে, যেখানে মদ্যপ Porter হাস্যরসাত্মকভাবে নরকের দরোয়ান সেজে কথা বলে। এটি দর্শকদের উত্তেজনা কমাতে সাহায্য করে, কিন্তু একই সাথে নাটকের অন্ধকার সুর বজায় রাখে।

0
Updated: 2 weeks ago
Why does Othello call Desdemona a “cunning whore”?
Created: 2 weeks ago
A
He believes Iago’s lies
B
He finds her with Cassio
C
He reads her letters
D
She insults him
Iago-র মিথ্যা প্রমাণে প্ররোচিত হয়ে Othello মনে করে Desdemona চতুরভাবে অবিশ্বস্ত আচরণ করছে। তাই সে তাকে অপমানজনক নামে ডাকে, যা তার ঈর্ষা ও ভুল ধারণার চরম প্রকাশ।

0
Updated: 2 weeks ago
What does Polonius think is the cause of Hamlet’s madness?
Created: 2 weeks ago
A
His father’s death
B
Love for Ophelia
C
Political ambition
D
Guilt
পোলোনিয়াস ভুলভাবে বিশ্বাস করে যে অফেলিয়ার প্রতি হ্যামলেটের ভালোবাসা এবং তার প্রত্যাখ্যানই তার উন্মাদনার কারণ। আসলে হ্যামলেট ভান করছে, কিন্তু পোলোনিয়াস এই ভুল ধারণা পোষণ করে ক্লডিয়াসকে বিভ্রান্ত করে। এটি নাটকের বিভ্রান্তি ও চক্রান্তকে আরও বাড়ায়।

0
Updated: 2 weeks ago
‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s –
Created: 3 weeks ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস

0
Updated: 3 weeks ago