A
Stabbed by Macbeth
B
Suicide
C
Poisoned by Macduff
D
Killed in battle
উত্তরের বিবরণ
Lady Macbeth অপরাধবোধ ও মানসিক যন্ত্রণায় ভুগে আত্মহত্যা করে। নাটকে স্পষ্টভাবে দেখানো না হলেও, Macbeth-এর কথায় বোঝা যায় সে নিজের জীবনের ইতি টেনেছে।

1
Updated: 2 weeks ago
What is Iago’s real motive behind destroying Othello?
Created: 2 weeks ago
A
To avenge being passed over for promotion
B
To win Desdemona’s love
C
To serve Cassio
D
To gain money from Roderigo
Iago মূলত Cassio-কে পদোন্নতিতে এগিয়ে দেওয়ায় অপমানিত বোধ করে এবং প্রতিশোধ নিতে চায়। পাশাপাশি, তার ঈর্ষা, জাতিগত বিদ্বেষ ও অযৌক্তিক সন্দেহ ওথেলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের আগুন জ্বালায়। এই মিশ্র উদ্দেশ্যই পুরো ট্র্যাজেডির চালিকা শক্তি।

0
Updated: 2 weeks ago
Who kills Cornwall?
Created: 2 weeks ago
A
Edgar
B
Servant
C
Albany
D
Oswald
কর্নওয়াল গ্লস্টারের চোখ উপড়ে দেওয়ার সময় তারই এক বিশ্বস্ত চাকর এই নিষ্ঠুরতার প্রতিবাদ করে এবং তাকে আঘাত করে। আঘাতটি মারাত্মক হয়ে কর্নওয়ালের মৃত্যু ঘটে। এটি নাটকের ন্যায়বিচারের এক প্রতীকী মুহূর্ত।

0
Updated: 2 weeks ago
Why does King Lear banish Cordelia?
Created: 2 weeks ago
A
She betrayed him
B
She plotted against him
C
She married without consent
D
She refused to flatter him
করডেলিয়া তার বাবার প্রতি সৎ থেকে অতিরিক্ত প্রশংসা করতে অস্বীকৃতি জানায়। অন্য দুই কন্যা মিথ্যা প্রশংসা করে রাজ্যের ভাগ পায়, কিন্তু করডেলিয়ার সততার জন্য লিয়ার তাকে নির্বাসিত করেন। এই ঘটনা নাটকের মূল দ্বন্দ্ব পরবর্তী ট্র্যাজেডির সূচনা করে।

1
Updated: 2 weeks ago