A
সলসবেরি
B
ফরমোজা
C
পেট্রোগ্রাড
D
রোডেসিয়া
উত্তরের বিবরণ
'হারারে'-এর পুরাতন নাম সলসবেরি।
হারারে:
-
হারারে হলো জিম্বাবুয়ের রাজধানী শহর, যা দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।
-
এই শহরের পূর্বনাম ছিল সলসবেরি।
জিম্বাবুয়ে:
-
জিম্বাবুয়ে একটি দক্ষিণ আফ্রিকার স্থলবেষ্টিত দেশ।
-
এর রাজধানী হলো হারারে।
-
সরকারি ভাষা: ইংরেজি।
-
দেশটির মুদ্রা: জিম্বাবুয়ান ডলার।
-
এটি প্লাটিনাম উৎপাদনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিত।
অতিরিক্ত তথ্য:
-
জিম্বাবুয়ের পূর্বনাম ছিল দক্ষিণ রোডেশিয়া।
-
ফরমোসা বর্তমানে তাইওয়ান নামে পরিচিত।
তথ্যসূত্র: ব্রিটানিকা (Britannica)।

0
Updated: 2 months ago