প্রথম বাংলা সার্থক ট্র্যাজেডি নাটক রচনা করেন কে?
A
মাইকেল মধুসূদন দত্ত
B
দীনবন্ধু মিত্র
C
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D
দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরের বিবরণ
• বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী।
• কৃষ্ণকুমারী:
- 'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থথেকে সংগৃহীত।
- এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম- সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
• তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন,
• মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন তাঁর 'পদ্মাবতী' নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত
• তাঁর রচিত প্রহসন:
- একেই কি বলে সভ্যত
- বুড় সালিকের ঘাড়ে রোঁ
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।
উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
1
Updated: 5 months ago
কোনটা ঠিক?
Created: 3 months ago
A
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
B
কাঁদো নদী কাঁদো (কাব্য)
C
বহিপীর (নাটক)
D
মহাশ্মশান (নাটক)
বহিপীর নাটক
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত নাটক 'বহিপীর' ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
- নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে।
- নাটকের এই কেন্দ্রীয় চরিত্রটির নাম অনুসারেই নাটকের নামকরণ করা হয়েছে বহিপীর।
- এখানে ধর্মকে ভণ্ডবহিপীর ব্যক্তিস্বার্থে ব্যবহার করে।
উল্লেখযোগ্য চরিত্র:
- বহিপীর,
- তাহেরা,
- হাতেম,
- আমেনা,
- হাশেম।
-----------------------
অন্যদিকে,
- কবি জসীম উদ্দীনের কাহিনিকাব্য- সোজন বাদিয়ার ঘাট।
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস- কাঁদো নদী কাঁদো,
- 'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা। এটি একটি মহাকাব্য।
0
Updated: 3 months ago
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
Created: 1 month ago
A
ছেঁড়াতার
B
চাকা
C
বাকী ইতিহাস
D
কী চাহ হে শঙ্খচিল
‘কি চাহ শঙ্খচিল’ নাটক
-
‘কি চাহ শঙ্খচিল’ মমতাজ উদ্দীন আহমদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এ নাটকে মূলত বীরাঙ্গনার করুণ কাহিনি ফুটে উঠেছে।
-
১৯৮৩-৮৪ সালে প্রকাশিত এই নাটকে লেখক প্রেম, স্বাধীনতা আর প্রতিবাদের এক ভিন্নরকম চিত্র এঁকেছেন।
-
নাটকে শঙ্খচিল হয়ে উঠেছে একাত্তরের অশুভ শক্তির প্রতীক, যেন শকুনের মতো ভয়ংকর উপস্থিতি।
-
প্রধান চরিত্র রৌশনারা হানাদারদের হাতে লাঞ্ছিত হওয়ার আগেই সন্তানসম্ভবা হয়। অথচ তার স্বামী বীরাঙ্গনা স্ত্রীর নাম ব্যবহার করে অর্থ-সুবিধা ভোগ করতে থাকে।
-
এই নাটক আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের পথে কত ত্যাগ, বেদনা আর সংগ্রামের গল্প লুকিয়ে আছে।
মমতাজ উদ্দীন আহমদ
-
মমতাজ উদ্দীন আহমদ (১৯৩৫-২০১৯) বাংলা নাট্যসাহিত্যের এক বিশিষ্ট নাট্যকার।
-
তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মালদহে।
-
তাঁর লেখা বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে:
-
স্বাধীনতা আমার স্বাধীনতা
-
কি চাহ শঙ্খচিল
-
হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার
-
প্রেম
-
বিবাহ সুটকেস
-
রাজা অনুস্বারের পালা
-
সাত ঘাটের কানাকড়ি
-
রাক্ষুসী
-
এই সেই কণ্ঠস্বর
-
পুত্র আমার পুত্র
-
হাস্য লাস্য ভাষ্য
-
ভালোবাসার দশ নাটক ইত্যাদি।
-
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
মমতাজ উদ্দীন আহমদের রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ নাটক হলো—
-
বর্ণচোর
-
বকুলপুরের স্বাধীনতা
-
কি চাহ শঙ্খচিল
-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, কি চাহ শঙ্খচিল, মমতাজ উদ্দীন আহমদ
0
Updated: 1 month ago
'কিত্তনখোলা' নাটকটির বিষয় কোনটি?
Created: 2 months ago
A
লোকায়ত জীবন- সংস্কৃতি
B
দেশভাগ
C
স্বদেশী আন্দোলন
D
মহাজনী শোষণ
কিত্তনখোলা নাটক
-
রচয়িতা: সেলিম আল দীন। এটি তাঁর জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম।
-
কিত্তনখোলা রচনার মাধ্যমে সেলিম আল দীন বাংলা নাট্যশিল্পকে নতুন মাত্রায় উন্নীত করেন।
-
এ নাটক থেকেই পাশ্চাত্য নাট্যরীতি বর্জন করে প্রাচ্যীয় নাট্যরীতির সূচনা ঘটে।
-
কিত্তনখোলা হয়ে উঠেছে বাঙালির প্রান্তিক জনজীবনের প্রথাগত সংস্কৃতি ও আচার-আচরণের ইতিবৃত্ত।
-
লেখকের ভাষায়— “কিত্তনখোলা পর্বে আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন-সংস্কৃতি এবং এর অপূর্ব নিসর্গের সাথে পরিচিত হই।”
-
নাটকটিতে মহাকাব্যিক ব্যঞ্জনায় গ্রামীণ জীবনের বিস্তৃত চিত্র অঙ্কিত হয়েছে।
-
বর্ণনামূলক শিল্পরীতির প্রয়োগে নাটকটি শিল্পের এক মহৎ উচ্চতায় পৌঁছে নতুন মাত্রা লাভ করে।
সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটক ও নাট্যগ্রন্থ
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
প্রাচ্য
-
হাতহদাই
-
যৈবতী কন্যার মন
-
চাকা
-
হরগজ
-
একটি মারমা রূপকথা
-
বনপাংশুল
-
নিমজ্জন
-
স্বর্ণবোয়াল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, কিত্তনখোলা নাটক
0
Updated: 2 months ago