A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
উত্তরের বিবরণ
দ্বিতীয় ভবিষ্যদ্বাণীতে এক আবির্ভাব (Apparition) Macbeth-কে আশ্বস্ত করে যে “নারীর গর্ভে জন্মানো কেউ” তাকে ক্ষতি করতে পারবে না। এটি আংশিক সত্য হলেও বিভ্রান্তিকর, কারণ Macduff সিজারিয়ান অপারেশনে জন্মেছিল।

1
Updated: 2 weeks ago
What is the famous line that begins Hamlet’s soliloquy in Act 3, Scene 1?
Created: 3 weeks ago
A
All the world’s a stage
B
To be, or not to be
C
Et tu, Brute?
D
O brave new world
হ্যামলেটের বিখ্যাত মনস্তাত্ত্বিক বক্তব্য বা সলিলক্যু “To be, or not to be” (অর্থাৎ, “অস্তিত্ব থাকা না থাকা”) Act 3, Scene 1 এ শুরু হয়। এটি ইংরেজি নাটকের অন্যতম পরিচিত এবং গুরুত্বপূর্ণ উক্তি। এখানে হ্যামলেট জীবনের দুঃখ-কষ্ট এবং আত্মহত্যার ভাবনায় নিজেকে প্রশ্ন করছে — জীবনে থাকা উচিত কি না, বা মৃত্যু কি জীবনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে কি না।
অন্য বিকল্পগুলো:
-
a) All the world’s a stage – এটি উইলিয়াম শেক্সপিয়রের আরেক নাটক “As You Like It” থেকে।
-
c) Et tu, Brute? – এটি জুলিয়াস সিজারের বিখ্যাত লাইন, যখন সে ব্রুটাসের হাতে হত্যা হয়।
-
d) O brave new world – এটি শেক্সপিয়রের “The Tempest” নাটকের একটি লাইন।
সুতরাং, Hamlet-এর সলিলক্যুর শুরু "To be, or not to be" সবচেয়ে বিখ্যাত এবং সঠিক উত্তর

0
Updated: 3 weeks ago
‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ – who said this?
Created: 3 weeks ago
A
Juliet
B
Romeo
C
Portia
D
Rosalind
উল্লিখিত চরণটি William Shakespeare রচিত বিখ্যাত নাটক 'Romeo and Juliet' এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র Juliet কর্তৃক বিবৃত। চরণটি দ্বারা নাম কিংবা বংশখ্যাতি উপেক্ষা করে Romeo এর প্রতি Juliet-এর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে।

1
Updated: 3 weeks ago
‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s –
Created: 3 weeks ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস

1
Updated: 3 weeks ago