A
To see Macduff’s reaction
B
To scare him away
C
To test his loyalty
D
To delay the attack
উত্তরের বিবরণ
Malcolm নিজেকে Macbeth-এর চেয়ে খারাপ বলে অভিনয় করে, যেন Macduff সত্যিই স্কটল্যান্ডের মঙ্গলের জন্য এসেছে কি না যাচাই করতে পারে। এই পরীক্ষায় Macduff উত্তীর্ণ হলে Malcolm তার সহযোদ্ধা হতে রাজি হয়।

0
Updated: 2 weeks ago
Why does Emilia decide to reveal Iago’s plot at the end?
Created: 2 weeks ago
A
To protect Cassio
B
To save her own life
C
To clear Desdemona’s name
D
To punish Othello
Emilia Desdemona-র নির্দোষতা প্রমাণ করার জন্য নিজের জীবন বিপন্ন করে সত্য প্রকাশ করে। সে রুমাল নিয়ে Iago-র কৌশল ফাঁস করে দেয়। যদিও এর ফলে Iago তাকে হত্যা করে, তার এই আত্মত্যাগ ন্যায়বিচার ও বিশ্বস্ততার প্রতীক হয়ে থাকে।

0
Updated: 2 weeks ago
Why does King Lear banish Cordelia?
Created: 2 weeks ago
A
She betrayed him
B
She plotted against him
C
She married without consent
D
She refused to flatter him
করডেলিয়া তার বাবার প্রতি সৎ থেকে অতিরিক্ত প্রশংসা করতে অস্বীকৃতি জানায়। অন্য দুই কন্যা মিথ্যা প্রশংসা করে রাজ্যের ভাগ পায়, কিন্তু করডেলিয়ার সততার জন্য লিয়ার তাকে নির্বাসিত করেন। এই ঘটনা নাটকের মূল দ্বন্দ্ব পরবর্তী ট্র্যাজেডির সূচনা করে।

1
Updated: 2 weeks ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 weeks ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
দ্বিতীয় ভবিষ্যদ্বাণীতে এক আবির্ভাব (Apparition) Macbeth-কে আশ্বস্ত করে যে “নারীর গর্ভে জন্মানো কেউ” তাকে ক্ষতি করতে পারবে না। এটি আংশিক সত্য হলেও বিভ্রান্তিকর, কারণ Macduff সিজারিয়ান অপারেশনে জন্মেছিল।

1
Updated: 2 weeks ago