Why does Malcolm pretend to be more evil than Macbeth when speaking to Macduff?
A
To see Macduff’s reaction
B
To scare him away
C
To test his loyalty
D
To delay the attack
উত্তরের বিবরণ
Malcolm নিজেকে Macbeth-এর চেয়ে খারাপ বলে অভিনয় করে, যেন Macduff সত্যিই স্কটল্যান্ডের মঙ্গলের জন্য এসেছে কি না যাচাই করতে পারে। এই পরীক্ষায় Macduff উত্তীর্ণ হলে Malcolm তার সহযোদ্ধা হতে রাজি হয়।

0
Updated: 2 months ago
Which play is regarded as William Shakespeare’s swan song?
Created: 2 months ago
A
Macbeth
B
Othello
C
King Lear
D
The Tempest
Swan Song - A final gesture or performance before dying or retirement.
- William Shakespeare এর Swan Song বা শেষ নাটক হচ্ছে- The Tempest.
- 'The Tempest' অর্থ দুরন্ত ঝড় / Violent strom.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
• Main Characters:
- Prospero (Duke),
- Miranda (Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।
• সার-সংক্ষেপ:
- এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.
• Some quotations from The Tempest:
- Hell is empty and all the devils are here.
- We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.
- This thing of darkness, I acknowledge mine.
- O, brave new world, that has such people in it!
- Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.
- Misery acquaints a man with strange bedfellows.
Source: Britannica.

0
Updated: 2 months ago
Who loses his reputation after a drunken brawl?
Created: 2 months ago
A
Othello
B
Cassio
C
Iago
D
Roderigo
Cassio মাতাল অবস্থায় ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং ওথেলোর আস্থা হারায়। এতে তার “reputation” নষ্ট হয়। নাটকে সুনামের মূল্য ও কিভাবে তা মুহূর্তে ধ্বংস হয়, এই থিম স্পষ্ট হয়। Iago এই ঘটনাকে কৌশলে ব্যবহার করে।

0
Updated: 2 months ago
Who is the main villain in 'Othello'?
Created: 3 weeks ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:

0
Updated: 3 weeks ago