What does the “washing hands” scene symbolize for Lady Macbeth?
A
Fear of assassination
B
Joy of victory
C
Her guilt over murders
D
Desire for power
উত্তরের বিবরণ
ঘুমের মধ্যে Lady Macbeth বারবার হাত ধোয়ার ভান করে, যেন রক্তের দাগ যাচ্ছে না। এটি তার অন্তরের অপরাধবোধ ও মানসিক ভাঙন প্রকাশ করে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে।

2
Updated: 2 months ago
Who is called “the Moor” in the play?
Created: 2 months ago
A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
“The Moor” উপাধিটি Othello-কে বোঝাতে ব্যবহার করা হয়, কারণ তিনি আফ্রিকান বংশোদ্ভূত একজন মুসলিম মূর। নাটকে এটি প্রায়শই তার জাতিগত পরিচয় ও বাইরের লোক হিসেবে অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 2 months ago
Using the concept of double colonization/marginalization, how can Miranda be characterized?
Created: 1 week ago
A
She is a doll in her father's hand
B
She remains an elite till the end
C
She realises she is akin to Caliban
D
She remains nonchalant
Miranda-কে double colonization বা marginalization-এর ধারণা দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায়, সে একদিকে নারী হিসেবে patriarchal (পিতৃতান্ত্রিক) শাসনের অধীনে, আবার অন্যদিকে ঔপনিবেশিক ব্যবস্থার ভেতরে অবস্থান করছে।
অর্থাৎ, তার ওপর দুটি স্তরে দমন কাজ করছে — এক, নারী হিসেবে বাবার কর্তৃত্বে; দুই, উপনিবেশের শক্তির ভেতরে একজন অধীন ব্যক্তিত্ব হিসেবে।
-
প্রথমত, Prospero-র কন্যা হিসেবে সে পুরুষের ক্ষমতা ও নিয়ন্ত্রণের অধীনে থাকে; তার ব্যক্তিত্ব, চিন্তা ও সিদ্ধান্ত স্বাধীন নয়।
-
দ্বিতীয়ত, যখন সে Caliban-এর অবস্থার সঙ্গে নিজের অবস্থার মিল খুঁজে পায়, তখন সে উপলব্ধি করে যে তাদের দুজনেই নিপীড়নের শিকার—একজন লিঙ্গের কারণে, আরেকজন বর্ণ ও জাতিগত অবস্থানের কারণে।
-
এই উপলব্ধি থেকেই বোঝা যায়, Miranda আসলে শুধু একটি “innocent figure” নয়, বরং একজন সচেতন চরিত্র যে নিজের ও Caliban-এর মধ্যে থাকা shared subjugation চিনতে পারে।
সুতরাং, Post-colonial দৃষ্টিকোণ থেকে Miranda এমন এক চরিত্র, যে নিজের দমন ও Caliban-এর দমন—দুটোকেই একসূত্রে দেখার ক্ষমতা অর্জন করে, যা তাকে কেবল নিষ্পাপ কন্যা নয়, বরং একটি সমালোচনামূলক, আত্মসচেতন সত্তায় পরিণত করে।

0
Updated: 1 week ago
Why does Fleance escape the murderers?
Created: 2 months ago
A
Banquo protects him
B
The murderers miss their chance
C
Malcolm rescues him
D
The witches intervene
Banquo আক্রমণের সময় Fleance-কে পালাতে বলে। Fleance অন্ধকারের সুযোগে হত্যাকারীদের হাত থেকে বাঁচে। তার পালানো Macbeth-এর জন্য আতঙ্কজনক, কারণ ভবিষ্যদ্বাণী অনুযায়ী Fleance-এর বংশ স্কটল্যান্ডের রাজা হবে।

0
Updated: 2 months ago