Why did Lady Macbeth not kill Duncan herself?
A
Duncan looks like her father
B
She fears the guards
C
She wants Macbeth to prove his manhood
D
She wants a clean conscience
উত্তরের বিবরণ
Lady Macbeth বলে যে Duncan ঘুমের মধ্যে তার বাবার মতো দেখতে লাগছিল, তাই সে নিজে হত্যা করতে পারেনি। এটি তার ভিতরের মানবিক দুর্বলতার আভাস দেয়, যদিও সে Macbeth-কে হত্যায় প্ররোচিত করে।

0
Updated: 2 months ago
Which of the following is not a comedy play by William Shakespeare?
Created: 2 months ago
A
The Merry Wives of Windsor
B
The Phoenix and the Turtle
C
The Taming of the Shrew
D
The Winter's Tale
'The Phoenix and the Turtle' is not a comedy play by William Shakespeare.
- এটি হলো Shakespeare -এর একটি বিখ্যাত কবিতা।
• William Shakespeare authored the poem 'Phoenix and Turtle'.
- কবিতাটি শেক্সপিয়ার রচিত একটি long poem যেটি 'The Phoenix and the Turtle' হিসেবেও পরিচিত।
- এটি একটি গভীর ও রূপকধর্মী রচনা। এটি প্রথম প্রকাশিত হয় ১৬০১ সালে এবং এটি শেক্সপিয়ারের সবচেয়ে দুর্বোধ্য কবিতাগুলোর একটি হিসেবে বিবেচিত।
- এটি প্রথম প্রকাশিত হয় Robert Chester's Love's Martyr বইয়ে, যেখানে শেক্সপিয়ারসহ অন্যান্য কবিদের কবিতা সংকলিত ছিল।
- The poem comprises 13 quatrains followed by five triplets, culminating in a conclusion. It uses formal language, paradox, and metaphysical imagery to explore its themes.
- The poem is part of a larger collection of works that explore themes of love, death, and transformation.
• এই কবিতার বিখ্যাত লাইন:
- "To this urn let those repair
That are either true or fair;
For these dead birds sigh a prayer."
• এছাড়াও Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হলো-
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint.
• অন্যদিকে,
- The Merry Wives of Windsor, The Taming of the Shrew, The Winter's Tale হলো William Shakespeare -এর comedy play.
Source: Britannica.

2
Updated: 2 months ago
Why does Lady Macbeth challenge Macbeth’s manhood and ambition?
Created: 3 weeks ago
A
To make him reconsider his ambition
B
To provoke him into committing regicide
C
To convince him to flee
D
To show her loyalty to the king
লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে প্ররোচিত করার জন্য তার পুরুষত্বের প্রশ্ন তোলে। তিনি মনে করেন তার স্বামীর সাহসের পরীক্ষায় তিনি ডানকান হত্যা করবেন। এটি লেডি ম্যাকবেথের প্রভাবশালী ও উচ্চাভিলাষী চরিত্র প্রকাশ করে।
ম্যাকবেথের মনস্তত্ত্বে এটি দৃঢ় প্রভাব ফেলে এবং হত্যার সিদ্ধান্তে তাকে ঠেলে দেয়। শেক্সপিয়ার দেখিয়েছেন মানুষের অহংকার এবং প্ররোচনা কিভাবে নৈতিকতা দমন করে। লেডি ম্যাকবেথের প্ররোচনার কারণে নাটকের ট্র্যাজিক সংঘাত সূচিত হয়।

1
Updated: 3 weeks ago
Fill in the blank. '____' is Shakespeare's last play.
Created: 1 month ago
A
As You Like It
B
Macbeth
C
Tempest
D
Othello
The Tempest by William Shakespeare
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের শেষ রচনা বা Swan Song।
-
নাটকটি একটি Romantic Comedy, যা ৫টি অঙ্কে বিভক্ত।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে First Folio-তে।
-
“Tempest” শব্দের অর্থ হলো ভয়ঙ্কর ঝড় (Violent Storm)।
২. কাহিনি সংক্ষেপ
এই নাটকের কেন্দ্রীয় চরিত্র Prospero, যিনি একজন যাদুকর এবং মিলানের বৈধ ডিউক।
-
তার ছোট ভাই Antonio ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায়।
-
Prospero তার কন্যা Miranda-কে নিয়ে এক দূরবর্তী দ্বীপে বসবাস শুরু করেন।
-
এখানে তিনি জাদুবিদ্যা শিখে নিয়ন্ত্রণে আনেন দুটি অতিপ্রাকৃত সত্তা—
-
Ariel (আত্মারূপী সহকারী, শুভ শক্তির প্রতীক)
-
Caliban (বিকৃত স্বভাবের, বিদ্রোহী প্রকৃতির, অশুভ শক্তির প্রতীক)।
-
নাটকের শুরুতে দেখা যায়, Prospero তার যাদুবিদ্যা ব্যবহার করে এক ভয়ঙ্কর ঝড় (tempest) সৃষ্টি করেন, যাতে তার শত্রুরা—বিশেষ করে Antonio—দ্বীপে এসে পড়ে। এখান থেকেই নাটকের ঘটনাপ্রবাহ এগিয়ে যায়।
-
Ariel প্রসপেরোর বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করে এবং তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
-
অপরদিকে, Caliban প্রসপেরোকে ঘৃণা করে কারণ তাকে দাসত্বে বাধ্য করা হয়েছে। সে প্রসপেরোকে হত্যার ষড়যন্ত্র করে।
৩. প্রধান চরিত্রসমূহ
-
Prospero – Milan এর ডিউক, জাদুকর
-
Miranda – Prospero’র কন্যা, নায়িকা
-
Ariel – আত্মারূপী সত্তা, শুভ শক্তির প্রতীক
-
Caliban – বিদ্রোহী অতিপ্রাকৃত চরিত্র, অশুভ শক্তির প্রতীক
-
Antonio – Prospero’র বিশ্বাসঘাতক ভাই, খলনায়ক
-
Ferdinand – নায়ক, Miranda’র প্রেমিক
-
Gonzalo – সৎ উপদেষ্টা
৪. কিছু উল্লেখযোগ্য উক্তি (Quotations)
-
“Hell is empty and all the devils are here.”
-
“We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
-
“This thing of darkness, I acknowledge mine.”
-
“Thought is free.”
-
“O, brave new world, that has such people in’t!”
-
“Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
-
“Misery acquaints a man with strange bedfellows.”
Sources: Britannica.com, SparkNotes, CliffsNotes

0
Updated: 1 month ago