A
Duncan looks like her father
B
She fears the guards
C
She wants Macbeth to prove his manhood
D
She wants a clean conscience
উত্তরের বিবরণ
Lady Macbeth বলে যে Duncan ঘুমের মধ্যে তার বাবার মতো দেখতে লাগছিল, তাই সে নিজে হত্যা করতে পারেনি। এটি তার ভিতরের মানবিক দুর্বলতার আভাস দেয়, যদিও সে Macbeth-কে হত্যায় প্ররোচিত করে।

0
Updated: 2 weeks ago
What does the “washing hands” scene symbolize for Lady Macbeth?
Created: 2 weeks ago
A
Fear of assassination
B
Joy of victory
C
Her guilt over murders
D
Desire for power
ঘুমের মধ্যে Lady Macbeth বারবার হাত ধোয়ার ভান করে, যেন রক্তের দাগ যাচ্ছে না। এটি তার অন্তরের অপরাধবোধ ও মানসিক ভাঙন প্রকাশ করে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে।

1
Updated: 2 weeks ago
How does Iago describe Cassio to Othello to ruin his image?
Created: 2 weeks ago
A
As a coward
B
As a womanizer
C
As a traitor
D
As a spy
Iago Othello-কে বোঝায় যে Cassio একজন নারীলোভী, যা Desdemona-র সঙ্গে তার সম্পর্ককে সন্দেহজনক করে তোলে। এই মিথ্যা অভিযোগ Othello-র ঈর্ষা জাগিয়ে তোলে এবং তার মানসিক ভাঙন দ্রুত ত্বরান্বিত করে।

0
Updated: 2 weeks ago
What is the meaning of Hamlet’s famous line “To be, or not to be”?
Created: 2 weeks ago
A
Deciding whether to love
B
Planning revenge
C
Choosing between life and death
D
Doubting friendship
“To be, or not to be” হ্যামলেটের বিখ্যাত স্বগতোক্তি, যেখানে সে জীবনের অর্থ ও মৃত্যুর আকর্ষণ নিয়ে ভাবছে। সে যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা এবং মৃত্যু দ্বারা মুক্তির সম্ভাবনা—দুইয়ের মধ্যে দ্বন্দ্বে পড়ে যায়। এটি নাটকের অস্তিত্ববাদী থিমকে তুলে ধরে।

0
Updated: 2 weeks ago