A
He hates her
B
He wants to test her loyalty
C
He wants her to spy on Claudius
D
He wants to protect her from corruption
উত্তরের বিবরণ
Hamlet Ophelia-কে নানাবাড়ি বা কনভেন্টে যেতে বলে, যাতে সে পুরুষদের প্রতারণা ও দুর্নীতি থেকে রক্ষা পায়। উপরে উপরে এটি রূঢ় শোনালেও, এতে Hamlet-এর সুরক্ষার মনোভাব ও তার তিক্ত অভিজ্ঞতার ছাপ রয়েছে।

0
Updated: 2 weeks ago
‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s –
Created: 3 weeks ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস

1
Updated: 3 weeks ago
Why does Caliban hate Prospero?
Created: 2 weeks ago
A
Prospero killed his family
B
Prospero took his wealth
C
Prospero enslaved him
D
Prospero betrayed his love
Caliban প্রথমে Prospero-কে স্বাগত জানিয়েছিল, কিন্তু পরে Prospero তাকে দাসে পরিণত করে। তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তাই Caliban প্রতিশোধ ও বিদ্বেষে পূর্ণ। এই সম্পর্ক নাটকে উপনিবেশবাদ ও স্বাধীনতার লড়াইয়ের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।

1
Updated: 2 weeks ago
In Act 4, Scene 1, what public action shocks Lodovico?
Created: 2 weeks ago
A
Othello kisses Desdemona
B
Othello tears the handkerchief
C
Othello accuses Cassio
D
Othello strikes Desdemona
Lodovico Desdemona-কে প্রকাশ্যে ওথেলোর চড় মারতে দেখে বিস্মিত ও হতবাক হয়ে যায়। ভেনিসে ওথেলোর ন্যায়পরায়ণ ও শান্ত স্বভাবের ভাবমূর্তি এই দৃশ্যে ভেঙে যায়। এটি ওথেলোর মানসিক অবক্ষয় এবং Iago-র ষড়যন্ত্রের প্রভাব স্পষ্ট করে তোলে।

0
Updated: 2 weeks ago