A
Revenge leads to glory
B
Decisive action prevails over hesitation
C
Politics is superior to war
D
Alliances are most important
উত্তরের বিবরণ
Fortinbras বিনা দ্বিধায় তার লক্ষ্য পূরণ করে এবং ডেনমার্কের সিংহাসন দখল করে। এটি Hamlet-এর দীর্ঘসূত্রিতা ও দ্বিধার বিপরীতে দাঁড়ায়, বোঝায় যে দ্রুত সিদ্ধান্ত ও দৃঢ়তা প্রায়ই সাফল্যের চাবিকাঠি।

0
Updated: 2 weeks ago
How does Lady Macbeth die?
Created: 2 weeks ago
A
She is killed in battle
B
She is poisoned
C
She commits suicide
D
Macbeth kills her
Lady Macbeth অপরাধবোধে মানসিকভাবে ভেঙে পড়ে। ঘুমের ঘোরে সে হত্যার কথা প্রকাশ করে। অবশেষে সে আত্মহত্যা করে। এটি তার উচ্চাকাঙ্ক্ষার করুণ পরিণতি এবং অপরাধবোধের প্রতীক।

1
Updated: 2 weeks ago
Who is the first character to see the Ghost in the play?
Created: 2 weeks ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Bernardo
নাটকের শুরুতে প্রহরী Bernardo প্রথমে ভূতকে দেখে, পরে Horatio ও Marcellus-কে দেখায়। এটি নাটকের রহস্যময় পরিবেশ তৈরি করে।

0
Updated: 2 weeks ago
What does Polonius think is the cause of Hamlet’s madness?
Created: 2 weeks ago
A
His father’s death
B
Love for Ophelia
C
Political ambition
D
Guilt
পোলোনিয়াস ভুলভাবে বিশ্বাস করে যে অফেলিয়ার প্রতি হ্যামলেটের ভালোবাসা এবং তার প্রত্যাখ্যানই তার উন্মাদনার কারণ। আসলে হ্যামলেট ভান করছে, কিন্তু পোলোনিয়াস এই ভুল ধারণা পোষণ করে ক্লডিয়াসকে বিভ্রান্ত করে। এটি নাটকের বিভ্রান্তি ও চক্রান্তকে আরও বাড়ায়।

0
Updated: 2 weeks ago