'কমলে কামিনী' নাটকটি কে রচনা করেছেন?
A
জসীম উদ্দীন
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
দীনবন্ধু মিত্র
D
মাইকেল মধুসূদন দত্ত
উত্তরের বিবরণ
• 'কমলে কামিনী' নাটক:
- 'কমলে কামিনী' (১৮৭৩) দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক।
- এই নাটকের পটভূমি কাছাড় অঞ্চল। চরিত্রগুলি সবই অভিজাত বংশীয় তবে দুর্বল।
- উল্লেখযোগ্য চরিত্র: রাজা, সমরকেতু শশাঙ্কশেখর, গান্ধারী, সুশীলা, সুরবালা।
• দীনবন্ধু মিত্র:
- দীনবন্ধু মিত্র ১৮৩০ খ্রিষ্টাব্দে নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে। তিনি ঈশ্বর গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখেন।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
• দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
- নীল দর্পণ
- নবীন তপস্বিনী,
- লীলাব্তী,
- জামাই বারিক,
- কমলে কামিনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
"রক্তকরবী" নাটকের প্রধান পুরুষ চরিত্র কে?
Created: 1 month ago
A
রঞ্জন
B
অমল
C
অভিজিৎ
D
জয়সিংহ
‘রক্তকরবী’ নাটক:
-
রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক ‘রক্তকরবী’ প্রকাশিত হয় ১৯২৬ সালে।
-
১৩৩০ বঙ্গাব্দে নাটকটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়।
-
নাটকে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের এবং মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
-
প্রধান পুরুষ চরিত্র: রঞ্জন।
-
নন্দিনী চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝে আনন্দের দূত রূপে আবির্ভূত হয়েছে।
-
রঞ্জন চরিত্র বিদ্রোহের বাণী বহন করেছে।
অন্যদিকে:
-
‘বিসর্জন’ নাটকের চরিত্র: অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গুণবতী, গোবিন্দমাণিক্য।
-
‘মুক্তধারা’ নাটকের চরিত্র: অভিজিৎ।
-
‘ডাকঘর’ নাটকের চরিত্র: অমল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক কোনটি?
Created: 1 month ago
A
কীর্তিবিলাস
B
কুলীনকুলসর্বস্ব
C
ভদ্রার্জুন
D
কৃষ্ণকুমারী
'ভদ্রার্জুন' নাটকটি ১৮৫২ সালে তারাচরণ শিকদার রচিত এবং এটি মৌলিক নাটক হিসেবে প্রকাশিত হয়। নাটকটি ইংরেজি ও সংস্কৃতের যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক। কাহিনিটি অর্জুন কর্তৃক সুভদ্রা হরণকে কেন্দ্র করে, যা মহাভারত থেকে সংগৃহীত হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে প্রতিফলিত হয়েছে।
-
১৮৫২ সালে প্রকাশিত প্রথম ট্রাজেডি নাটক: 'কীর্তিবিলাস', রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
-
'কুলীনকুলসর্বস্ব' নাটকের রচয়িতা: রামনারায়ণ তর্করত্ন
-
১৮৬১ সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক: 'কৃষ্ণকুমারী', রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত
0
Updated: 1 month ago
বিজন ভট্টাচার্য রচিত নাটকের উপজীব্য কী?
Created: 2 months ago
A
মানবিকতা ও স্বদেশ প্রেম
B
সমাজের নিচের তলার মানুষের জীবনচিত্র।
C
রাজনৈতিক ও সাংস্কৃতিক
D
ধর্মীয় কুসংস্কার
বিজন ভট্টাচার্য
-
তিনি একজন নাট্যকার ও অভিনেতা ছিলেন।
-
জন্ম: ফরিদপুর জেলার খানখানাপুর।
-
পিতা: ক্ষীরোদবিহারী ভট্টাচার্য, একজন স্কুলশিক্ষক।
-
তিনি নবনাট্য আন্দোলনের পথিকৃত।
-
তিনিই প্রথম বাংলা রঙ্গমঞ্চকে পুরাণ ও ইতিহাসের রোম্যান্টিক প্রভাব থেকে মুক্ত করেন।
-
প্রথম নাটক: আগুন (১৯৪৩), যা নাট্যভারতীতে অভিনীত হয়।
-
তাঁর নাটকের উপজীব্য: সমাজের নিচের তলার মানুষের জীবনচিত্র।
-
নাট্য রচনায় তিনি মার্কসবাদকে প্রাধান্য দেন।
তাঁর রচিত অন্যান্য নাটক
-
নবান্ন
-
জনপদ
-
কলঙ্ক
-
মরাচাঁদ
-
অবরোধ
-
গোত্রান্তর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago