A
To ensure Hamlet’s death
B
To avoid suspicion
C
To win the match for Laertes
D
To protect Gertrude
উত্তরের বিবরণ
Claudius দ্বন্দ্বযুদ্ধে Hamlet-কে নিশ্চিহ্ন করার জন্য দুইটি পরিকল্পনা করে—বিষমাখা তলোয়ার এবং বিষমিশ্রিত মদ। সে চায় যে কোনোভাবে Hamlet মারা যাক, কিন্তু পরিকল্পনা শেষ পর্যন্ত তার নিজের মৃত্যুর কারণ হয়।

1
Updated: 2 weeks ago
What role does Ariel play in the play?
Created: 2 weeks ago
A
Villain
B
Spirit-servant
C
Ship captain
D
Duke’s son
Ariel হলো এক অতিপ্রাকৃত আত্মা, যে Prospero-র বিশ্বস্ত সেবক। সে জাদুকরী শক্তি দিয়ে সমুদ্রে ঝড় তোলে। এরপর সে নাটকের চরিত্রদের বিভ্রান্ত করে এবং Prospero-র পরিকল্পনা সফল করতে সাহায্য করে। Ariel স্বাধীনতা চায় এবং নাটকের শেষে Prospero তাকে মুক্তি দেয়। Ariel নাটকের প্রতীকী স্বাধীনতার প্রতিচ্ছবি।

1
Updated: 2 weeks ago
Who acts as the moral truth-teller at the end of Othello?
Created: 2 weeks ago
A
Othello
B
Cassio
C
Emilia
D
Iago
এমিলিয়া নাটকের শেষে সত্য প্রকাশ করে, Iago-র ষড়যন্ত্র উন্মোচন করে। সে সাহসের সাথে বলে রুমালটি কিভাবে Iago নিয়েছিল। যদিও সে প্রাণ হারায়, তার সততা ও সত্য প্রকাশ নাটকের নৈতিক দিক উজ্জ্বল করে।

0
Updated: 2 weeks ago
Why does Macduff go to England?
Created: 2 weeks ago
A
To escape execution
B
To find the witches
C
To seek revenge on Banquo
D
To gather support from Malcolm
Macduff স্কটল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে যায় Malcolm-এর সাহায্য নিতে। সে Macbeth-এর স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করতে চায়। এই পদক্ষেপ Macbeth-এর সন্দেহ জাগায় এবং তার পরিবারকে হত্যার কারণ হয়।

1
Updated: 2 weeks ago