A
Reflection on mortality
B
Comic relief
C
Foreshadowing Fortinbras’s arrival
D
Political satire
উত্তরের বিবরণ
কবর খননকারীর সঙ্গে কথোপকথনে Hamlet জীবনের অস্থায়িত্ব ও মৃত্যুর অবশ্যম্ভাবিতা নিয়ে গভীর চিন্তা করে। Yorick-এর খুলির মাধ্যমে সে বুঝতে পারে যে মৃত্যু সকলকে সমান করে দেয়, যা নাটকের দার্শনিক দিককে শক্তিশালী করে।

0
Updated: 2 weeks ago
What is the purpose of Banquo’s prophecy about his descendants?
Created: 2 weeks ago
A
To create jealousy in Macbeth
B
To ensure Banquo’s name lives on
C
To suggest future kingship in his line
D
To plant rivalry between the two friends
ডাইনিরা Banquo-কে যে ভবিষ্যদ্বাণী করে, তাতে ইঙ্গিত থাকে যে সে নিজে কখনো রাজা হবে না, কিন্তু তার বংশধরেরা সিংহাসন উত্তরাধিকার সূত্রে পাবে। এই ভবিষ্যদ্বাণী Macbeth-এর মনে উচ্চাকাঙ্ক্ষা ও ভয়ের বীজ বপন করে, যা তার পরবর্তী অনেক কাজকে প্রভাবিত করে এবং নাটকে ভাগ্য ও স্বাধীন ইচ্ছার দ্বন্দ্বের থিমকে আরও গভীর করে।

0
Updated: 2 weeks ago
Why do the witches greet Macbeth with three different titles in Act I?
Created: 2 weeks ago
A
To highlight his past, present, and future status
B
To show his political importance at different times
C
To prepare him for his destined kingship
D
To link him to Banquo’s fate
ডাইনিরা “Thane of Glamis,” “Thane of Cawdor,” ও “King hereafter” বলে Macbeth-এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে তুলে ধরে। এটি তার উত্থান ও পতনের ইঙ্গিত দেয়। অন্য বিকল্পগুলো আংশিক সত্য, কিন্তু মূল উদ্দেশ্য ছিল সময়ের ধারাবাহিকতায় তার পরিচয় প্রকাশ করা।

0
Updated: 2 weeks ago
‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s –
Created: 3 weeks ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস

1
Updated: 3 weeks ago