What is Horatio’s role at the end of the play?
A
To become king
B
To tell Hamlet’s story
C
To kill Claudius
D
To bury Hamlet
উত্তরের বিবরণ
Hamlet মৃত্যুর আগে Horatio-কে বলে তার জীবন কাহিনি সবার কাছে তুলে ধরতে। Horatio বেঁচে থেকে সত্য প্রকাশ করে, যাতে ভবিষ্যতে ডেনমার্কের ইতিহাসে Hamlet-এর উদ্দেশ্য ও ঘটনা বিকৃত না হয়।

1
Updated: 2 months ago
Why is Othello often considered a tragic hero?
Created: 2 months ago
A
He is noble but has a fatal flaw
B
He is cruel by nature
C
He is an outsider in Venice
D
He seeks political power
ওথেলো একজন সাহসী ও সম্মানিত সেনাপতি হলেও তার চরিত্রে একটি মারাত্মক ত্রুটি রয়েছে—ঈর্ষা। Iago তার এই দুর্বলতাকে কাজে লাগায়। তার মহৎ গুণ থাকা সত্ত্বেও এই ত্রুটি তাকে ট্র্যাজেডির দিকে ঠেলে দেয়, এজন্য তাকে ট্র্যাজিক হিরো বলা হয়।

0
Updated: 2 months ago
Why does Claudius send Hamlet to England?
Created: 2 months ago
A
To negotiate peace
B
To negotiate peace
C
To have him killed
D
To find Fortinbras
Claudius বুঝতে পারে Hamlet তার জন্য বিপজ্জনক এবং রাজকীয় অবস্থান হুমকির মুখে ফেলতে পারে। তাই সে Hamlet-কে ইংল্যান্ডে পাঠায় একটি চিঠি দিয়ে, যেখানে ইংল্যান্ডের রাজাকে আদেশ করা হয়েছে Hamlet-কে হত্যা করতে। Hamlet পথিমধ্যে চিঠি বদলে Rosencrantz ও Guildenstern-এর মৃত্যুর ব্যবস্থা করে।

0
Updated: 2 months ago
Who poisons Othello’s mind against Desdemona?
Created: 1 month ago
A
Cassio
B
Brabantio
C
Iago
D
Roderigo
ইয়াগো ষড়যন্ত্র করে ওথেলোর মনে সন্দেহ জাগায় যে দেশডিমোনা কাসিওর সঙ্গে অবিশ্বস্ত। এই ঈর্ষা থেকেই ট্র্যাজেডি শুরু হয়।

0
Updated: 1 month ago