What is the political subplot involving Fortinbras?
A
Revenge against Denmark
B
Alliance with England
C
Claiming the Danish throne by marriage
D
Rebellion inside Norway
উত্তরের বিবরণ
Fortinbras নরওয়ের রাজপুত্র, যিনি ডেনমার্কের হারানো জমি ফেরত পেতে চায়। তার বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলেও Claudius কূটনীতির মাধ্যমে তাকে থামানোর চেষ্টা করে। Fortinbras-এর দৃঢ়তা Hamlet-এর দ্বিধার বিপরীতে একটি প্রতিচ্ছবি।

0
Updated: 2 months ago
Why does Iago want Cassio to ask Desdemona for help?
Created: 2 months ago
A
To restore Cassio’s honor
B
To make Othello jealous
C
To prove Desdemona’s kindness
D
To test Cassio’s loyalty
Iago পরিকল্পনা করে যে Cassio যদি Desdemona-র কাছে নিজের পদ ফেরানোর জন্য অনুরোধ করে, তবে Othello-র কাছে এটি প্রেমের সম্পর্ক মনে হবে। এতে ঈর্ষা ও অবিশ্বাস বাড়বে, যা Iago-র ষড়যন্ত্রকে সফল করবে।

0
Updated: 2 months ago
What is the "divided duty" that Desdemona speaks of to her father?
Created: 1 month ago
A
Her duty to Venice versus her duty to Cyprus.
B
Her duty to her father versus her duty to her husband, Othello.
C
Her duty to her faith versus her duty to her marriage
D
Her duty to help Cassio versus her duty to obey Othello.
Othello নাটকে ডেসডিমোনা যখন ভেনিসের ডিউকের সামনে তার বাবার অভিযোগের জবাব দিতে আসে, তখন সে খুবই calm eloquence অর্থাৎ শান্ত কিন্তু স্পষ্টভাষীভাবে নিজের বক্তব্য প্রকাশ করে। এখানে আমরা দেখতে পাই তার সাহস, আত্মবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা।
-
সে প্রথমেই স্বীকার করে যে তার life and education বা জীবন ও শিক্ষার জন্য বাবার কাছে তার কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা উচিত।
-
তবে এরপর যুক্তি দিয়ে বলে যে এখন তার আরও বড় দায়িত্ব তার স্বামীর প্রতি, কারণ বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
-
সে উদাহরণ হিসেবে নিজের মায়ের কথা তুলে ধরে, যিনি একসময় তার স্বামী Brabantio-কে নিজের বাবার ওপর অগ্রাধিকার দিয়েছিলেন।
-
এই বক্তব্যের মাধ্যমে ডেসডিমোনা প্রমাণ করে যে সে শুধু অনুগত মেয়ে নয়, বরং একজন woman of strength and conviction, যিনি নিজের পছন্দকে রক্ষা করতে ভয় পান না।

1
Updated: 3 weeks ago
'Romeo and Juliet' is a ______ by Shakespeare.
Created: 1 month ago
A
comedy
B
tragedy
C
historical play
D
dark comedy
Romeo and Juliet – A Tragedy by William Shakespeare
১. নাটক সম্পর্কে
-
রচয়িতা: William Shakespeare
-
প্রকাশিত: 1597
-
ধরণ: Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
বিষয়: দুই শত্রু পরিবার Montague এবং Capulet-এর সন্তান রোমিও ও জুলিয়েট-এর করুণ প্রেমকাহিনি।
-
তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যের কারণে প্রেমিক-প্রেমিকা দুজনেই আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত তাদের মৃত্যুর মাধ্যমে পরিবারের মধ্যে শত্রুতার অবসান ঘটে।
-
২. প্রধান চরিত্র
-
Romeo
-
Juliet
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
৩. বিখ্যাত উক্তি
-
"Good night, good night! Parting is such sweet sorrow. That I shall say good night till it be morrow."
-
"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet."
৪. William Shakespeare (1564–1616)
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খেতাব: Bard of Avon, English national poet
-
সাহিত্যকর্ম: 37 নাটক, 154 sonnet
প্রসিদ্ধ ট্র্যাজেডি নাটকসমূহ:
-
Hamlet, Macbeth, Othello, Romeo and Juliet, Julius Caesar, King Lear, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens

0
Updated: 1 month ago