Why does Claudius send Hamlet to England?
A
To negotiate peace
B
To negotiate peace
C
To have him killed
D
To find Fortinbras
উত্তরের বিবরণ
Claudius বুঝতে পারে Hamlet তার জন্য বিপজ্জনক এবং রাজকীয় অবস্থান হুমকির মুখে ফেলতে পারে। তাই সে Hamlet-কে ইংল্যান্ডে পাঠায় একটি চিঠি দিয়ে, যেখানে ইংল্যান্ডের রাজাকে আদেশ করা হয়েছে Hamlet-কে হত্যা করতে। Hamlet পথিমধ্যে চিঠি বদলে Rosencrantz ও Guildenstern-এর মৃত্যুর ব্যবস্থা করে।

0
Updated: 2 months ago
Why does the Duke of Venice support Othello against Brabantio’s accusations?
Created: 2 months ago
A
Othello promises him gold
B
The Duke respects Othello’s military service
C
Brabantio is powerless
D
Desdemona pleads with him
ডিউক ওথেলোর প্রতি শ্রদ্ধাশীল, কারণ সে ভেনিসের সেনাপতি এবং রাষ্ট্রের জন্য অপরিহার্য। ব্র্যাব্যানশিওর অভিযোগ থাকা সত্ত্বেও ডিউক ওথেলোর পক্ষ নেয়। এতে বোঝা যায়, রাষ্ট্রীয় স্বার্থ ব্যক্তিগত আবেগের উপরে স্থান পায়।

0
Updated: 2 months ago
What is the effect of the “Willow Song” sung by Desdemona?
Created: 2 months ago
A
Foreshadows her death
B
Symbolizes her love for Othello
C
Represents her joy
D
Praises Cassio
“Willow Song” এক পরিত্যক্ত নারীর দুঃখের গল্প, যা Desdemona মৃত্যুর আগে গায়। এটি তার আসন্ন করুণ পরিণতির ইঙ্গিত দেয় এবং তার মনের গভীর দুঃখ প্রকাশ করে।

3
Updated: 2 months ago
What is Ferdinand asked to do in The Tempest, Act III?
Created: 6 days ago
A
Sing a song
B
Write a poem
C
Dance
D
Fetch wood for fuel
ফার্ডিনান্ডকে ‘The Tempest’-এর তৃতীয় অঙ্কে প্রসপেরো তার ভালোবাসার পরীক্ষা হিসেবে কঠোর পরিশ্রমে নিযুক্ত করে। তাকে আদেশ দেওয়া হয় জ্বালানি হিসেবে কাঠ সংগ্রহ করতে। এই শ্রমের মাধ্যমে প্রসপেরো যাচাই করতে চায় যে ফার্ডিনান্ডের মিরান্ডার প্রতি ভালোবাসা সত্যিকারের কিনা।
-
প্রসপেরো ইচ্ছাকৃতভাবে ফার্ডিনান্ডের ওপর ভারী কাজ চাপিয়ে দেয়, যাতে সে কেবল কথায় নয়, কর্মে তার ভালোবাসা প্রমাণ করতে পারে।
-
ফার্ডিনান্ড বিনা অভিযোগে কাঠ বহন করতে থাকে, যা তার ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিক ভালোবাসার পরিচয় দেয়।
-
এই পরিশ্রমই পরবর্তীতে তার ও মিরান্ডার সম্পর্ককে আরও দৃঢ় ও আন্তরিক করে তোলে।

0
Updated: 6 days ago