Who are Rosencrantz and Guildenstern?
A
Soldiers of Denmark
B
Childhood friends of Hamlet sent to spy on him
C
Courtiers loyal to Hamlet
D
Messengers from Norway
উত্তরের বিবরণ
Rosencrantz ও Guildenstern Hamlet-এর শৈশবের বন্ধু হলেও Claudius তাদের পাঠায় Hamlet-এর উপর গুপ্তচরবৃত্তি করতে এবং তার মানসিক অবস্থা জানতে। Hamlet বুঝতে পারে তারা রাজা ও রাণীর পক্ষের, তাই পরে ইংল্যান্ডে পাঠানোর পথে চিঠি বদলে দেয় এবং তাদের মৃত্যুর ব্যবস্থা করে।

0
Updated: 2 months ago
What message does Fortinbras’s success convey at the end?
Created: 2 months ago
A
Revenge leads to glory
B
Decisive action prevails over hesitation
C
Politics is superior to war
D
Alliances are most important
Fortinbras বিনা দ্বিধায় তার লক্ষ্য পূরণ করে এবং ডেনমার্কের সিংহাসন দখল করে। এটি Hamlet-এর দীর্ঘসূত্রিতা ও দ্বিধার বিপরীতে দাঁড়ায়, বোঝায় যে দ্রুত সিদ্ধান্ত ও দৃঢ়তা প্রায়ই সাফল্যের চাবিকাঠি।

3
Updated: 2 months ago
Why does the Duke of Venice support Othello against Brabantio’s accusations?
Created: 2 months ago
A
Othello promises him gold
B
The Duke respects Othello’s military service
C
Brabantio is powerless
D
Desdemona pleads with him
ডিউক ওথেলোর প্রতি শ্রদ্ধাশীল, কারণ সে ভেনিসের সেনাপতি এবং রাষ্ট্রের জন্য অপরিহার্য। ব্র্যাব্যানশিওর অভিযোগ থাকা সত্ত্বেও ডিউক ওথেলোর পক্ষ নেয়। এতে বোঝা যায়, রাষ্ট্রীয় স্বার্থ ব্যক্তিগত আবেগের উপরে স্থান পায়।

0
Updated: 2 months ago
Who loses his reputation after a drunken brawl?
Created: 2 months ago
A
Othello
B
Cassio
C
Iago
D
Roderigo
Cassio মাতাল অবস্থায় ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং ওথেলোর আস্থা হারায়। এতে তার “reputation” নষ্ট হয়। নাটকে সুনামের মূল্য ও কিভাবে তা মুহূর্তে ধ্বংস হয়, এই থিম স্পষ্ট হয়। Iago এই ঘটনাকে কৌশলে ব্যবহার করে।

0
Updated: 2 months ago