A
Stabbed
B
Poisoned by Claudius
C
Drinks poisoned wine meant for Hamlet
D
Commits suicide
উত্তরের বিবরণ
দ্বন্দ্বযুদ্ধের সময় Gertrude ভুলবশত সেই মদ পান করে, যা Claudius Hamlet-কে মারার জন্য বিষ মিশিয়ে রেখেছিল। তার মৃত্যু নাটকের ট্র্যাজিক সমাপ্তিকে আরও করুণ করে তোলে।

1
Updated: 2 weeks ago
Which daughter truly loves Lear?
Created: 3 weeks ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
Cordelia-ই হলেন সেই কন্যা যিনি প্রকৃতভাবে রাজা লিয়ারকে ভালোবাসতেন।
-
নাটক "King Lear"-এ রাজা লিয়ার তাঁর তিন কন্যার মধ্যে উত্তরাধিকার ভাগ করে দিতে চান এই শর্তে যে, কে তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করবে।
-
Goneril ও Regan চাটুকারিতাপূর্ণ ও মিথ্যা ভালোবাসার কথা বলে রাজাকে প্রভাবিত করে।
-
কিন্তু Cordelia সত্যবাদী ও সংযত স্বভাবের ছিলেন। তিনি বলেন,
"I love your majesty according to my bond; no more nor less."
অর্থাৎ, তিনি পিতার প্রতি তাঁর কন্যার দায়িত্ববোধ অনুযায়ী ভালোবাসেন – এর বেশি বা কম নয়।
Lear তার কথায় রাগ করে তাকে ত্যাগ করেন। কিন্তু নাটকের শেষভাগে দেখা যায়, বিপদের সময় Cordelia-ই ফিরে এসে রাজা লিয়ারকে উদ্ধার করতে চান, যা প্রমাণ করে যে তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Goneril ও Regan: কৃত্রিম ভালোবাসা দেখিয়ে তারা রাজ্যের একাংশ দখল করে নেয় এবং পরবর্তীতে লিয়ারের প্রতি নিষ্ঠুরতা দেখায়।
-
Ophelia: তিনি Hamlet নাটকের চরিত্র, King Lear-এ নয়। সুতরাং প্রাসঙ্গিক নন।
সারাংশ: Cordelia একমাত্র কন্যা যিনি রাজা লিয়ারকে সত্যিকারের ভালোবাসতেন – বিনা স্বার্থে, বিনা ভানেভণিতে।

1
Updated: 3 weeks ago
Who acts as the moral truth-teller at the end of Othello?
Created: 2 weeks ago
A
Othello
B
Cassio
C
Emilia
D
Iago
এমিলিয়া নাটকের শেষে সত্য প্রকাশ করে, Iago-র ষড়যন্ত্র উন্মোচন করে। সে সাহসের সাথে বলে রুমালটি কিভাবে Iago নিয়েছিল। যদিও সে প্রাণ হারায়, তার সততা ও সত্য প্রকাশ নাটকের নৈতিক দিক উজ্জ্বল করে।

0
Updated: 2 weeks ago
Who said, "Cowards die many times before their deaths"?
Created: 3 weeks ago
A
William Langland
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
Sir Thomas Malory
"Cowards die many times before their deaths" is said by - William Shakespeare.
• "Cowards die many times before their deaths" এই উক্তিটি নেয়া হয়েছে William Shakespeare -এর tragedy - 'Julius Ceasar' থেকে।
- পুরো উক্তিটি হচ্ছে - "Cowards die many times before their deaths; The valiant never taste of death but once."
- নাটকের Protagonist - Julius Ceasar -এর করা এই উক্তিটি একটি metaphor -এর উদাহরণ।
• Julius Caesar
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare -এর First Folio -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Caesar, tragedy in five acts by William Shakespeare.
- “Julius Caesar” - William Shakespeare -এর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা প্রাচীন রোমের রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই নিয়ে রচিত।
- নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও তার পরবর্তী রাজনৈতিক অস্থিরতা চিত্রিত করে।
- Julius Ceasar -এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Ceasar -এর বন্ধু Brutus কেও Ceasar -এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Julius Ceasar -এর আরেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী Mark Antony তাঁর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
- এই যুদ্ধে Brutus এবং তার বন্ধু Cassius হেরে যান এবং আত্মহত্যা করেন, Antony রোমের শাসনকর্তা হয়ে উঠেন।
• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death; The valiant never taste of death but once."
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Et tu, Brute? ('You too, Brutus?')"(last words of Julius Ceasar).
• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia, etc.
• William Shakespeare (1564-1616)
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয়।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor।
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি 154 টি সনেট, 37 টি play লিখেন।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
Source: Britannica.

1
Updated: 3 weeks ago