In the “To be, or not to be” soliloquy, what is Hamlet contemplating?
A
Killing Claudius
B
Suicide
C
Marriage to Ophelia
D
Escaping Denmark
উত্তরের বিবরণ
এই বিখ্যাত স্বগতোক্তিতে Hamlet জীবনের দুঃখ-কষ্ট ও মৃত্যুর পর অজানা ভাগ্য নিয়ে ভাবছে। আত্মহত্যা করা উচিত কি না, এই দ্বন্দ্ব তার মানসিক অস্থিরতা প্রকাশ করে।

0
Updated: 2 months ago
How does Gloucester die?
Created: 2 months ago
A
Killed in battle
B
Falls and dies of shock
C
Poisoned
D
Executed
King Lear-এ Gloucester তার ছেলে এডগারের প্রকৃত পরিচয় জানতে পেরে গভীর আবেগে অভিভূত হয়। দীর্ঘ সময় অন্ধত্ব, যন্ত্রণা ও প্রতারণার পর সত্য জানতে পেরে আনন্দ ও শোকে তার হৃদয় ভেঙে যায়। এই মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে সে মারা যায়, যা নাটকের পারিবারিক ট্র্যাজেডিকে আরও বেদনাদায়ক করে তোলে।

3
Updated: 2 months ago
Who blinds Gloucester?
Created: 2 months ago
A
Cornwall
B
Edmund
C
Oswald
D
Regan
কর্নওয়াল গ্লস্টারের চোখ উপড়ে দেয় কারণ সে রাজার পক্ষ নিয়েছিল। এই নিষ্ঠুর দৃশ্য নাটকের অন্ধকার দিক ও প্রতিশোধপ্রবণতার চরম প্রকাশ।

0
Updated: 2 months ago
Why does Othello secretly marry Desdemona at the beginning of the play?
Created: 2 months ago
A
To defy Brabantio
B
Because of true love
C
For wealth and power
D
For military advantage
ওথেলো এবং ডেসডিমোনা প্রেমের কারণে গোপনে বিবাহ করে। ডেসডিমোনা তার বীরত্বের গল্পে মুগ্ধ হয়েছিল এবং ওথেলো তার সহানুভূতিকে ভালোবেসেছিল। সমাজ ও পরিবারের বিরোধিতা এড়াতে তারা গোপনে বিয়ে করে। এভাবেই নাটকের মূল সংঘাত শুরু হয়।

1
Updated: 2 months ago