A
Lack of proof
B
Fear of sin
C
Advice from Horatio
D
Love for Gertrude
উত্তরের বিবরণ
Hamlet প্রথমে নিশ্চিত হতে চায় Claudius সত্যিই খুনি কি না। সে নাটকের মাধ্যমে Claudius-এর প্রতিক্রিয়া দেখে প্রমাণ সংগ্রহ করে। এই দেরি নাটকের কাহিনিকে গভীর করে তোলে।

0
Updated: 2 weeks ago
Who says, “Frailty, thy name is woman” and why?
Created: 2 weeks ago
A
Claudius, mocking Gertrude
B
Hamlet, criticizing his mother and the women also
C
Polonius, advising Ophelia
D
Laertes, warning his sister
Hamlet মায়ের দ্রুত বিয়ে দেখে নারীদের দুর্বলতা ও নৈতিক স্থিরতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে।

1
Updated: 2 weeks ago
Who wrote "All's Well That Ends Well"?
Created: 3 weeks ago
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
W. B Yeats
D
Jonathan Swift
The correct answer is - খ) William Shakespeare.
• All's Well That Ends Well
- 'All's Well That Ends Well' (১৬০১-০৫) শেক্সপিয়রের একটি কমেডি নাটক, যার মূল কাহিনি Giovanni Boccaccio's Decameron থেকে নেওয়া।
- গল্পের নায়িকা হেলেনা, এক বিখ্যাত চিকিৎসকের কন্যা, যিনি সদ্যপ্রয়াত রসিলিয়নের তরুণ কাউন্ট এর (Bertram) প্রেমে পড়ে।
- Bertram হেলেনার সামাজিক অবস্থান মেনে না নিয়ে ফ্রান্সের রাজদরবারে চলে যায়, কিন্তু হেলেনা তার বাবার ঔষধ দিয়ে অসুস্থ রাজাকে ভালো করে তোলে ও পুরস্কার হিসেবে বর বেছে নিতে চায় সে বেছে নেয় Bertram.
- Bertram বিয়েতে বাধ্য হলেও তাসকানিতে যুদ্ধে পালিয়ে যায়, এবং চিঠিতে জানায় হেলেনা তখনই তার স্ত্রী হবে, যখন সে Bertram-এর আংটি পাবে ও তার সন্তানের মা হবে।
- হেলেনা তীর্থযাত্রীর ছদ্মবেশে তাসকানিতে যায়, দেখে Bertram এক মেয়ের (Diana) প্রেমে পড়ে, তখন সে নিজের মৃত্যুর গুজব ছড়ায় ও রাতে Diana-র জায়গায় Bertram-এর সঙ্গে মিলিত হয়, আংটি পায় ও নিজের আংটি তাকে দেয়।
- শেষমেশ, যখন Bertram রসিলিয়নে ফিরে আসে, রাজা আংটি দেখে সন্দেহ করে, তখন হেলেনা উপস্থিত হয়ে নিজের চালাকি খোলসা করে ও স্বামী হিসেবে Bertram-কে দাবি করে।
• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।
• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
Source: Britannica.

0
Updated: 3 weeks ago
Who is the first character to see the Ghost in the play?
Created: 2 weeks ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Bernardo
নাটকের শুরুতে প্রহরী Bernardo প্রথমে ভূতকে দেখে, পরে Horatio ও Marcellus-কে দেখায়। এটি নাটকের রহস্যময় পরিবেশ তৈরি করে।

0
Updated: 2 weeks ago