What is the main reason Hamlet delays killing Claudius?
A
Lack of proof
B
Fear of sin
C
Advice from Horatio
D
Love for Gertrude
উত্তরের বিবরণ
Hamlet প্রথমে নিশ্চিত হতে চায় Claudius সত্যিই খুনি কি না। সে নাটকের মাধ্যমে Claudius-এর প্রতিক্রিয়া দেখে প্রমাণ সংগ্রহ করে। এই দেরি নাটকের কাহিনিকে গভীর করে তোলে।

0
Updated: 2 months ago
Why does Othello go to Cyprus after his marriage?
Created: 2 months ago
A
To escape Brabantio’s anger
B
To lead the defense against the Turkish fleet
C
To start a new life with Desdemona
D
To meet Cassio
ওথেলোকে ভেনিসের সেনাপতি হিসেবে সাইপ্রাস পাঠানো হয়, কারণ তুর্কি নৌবাহিনীর হুমকি ছিল। এখানে যুদ্ধের পরিবর্তে প্রেম, ষড়যন্ত্র এবং ট্র্যাজেডির ঘটনাপ্রবাহ এগোয়। স্থান পরিবর্তনের মাধ্যমেই নাটকের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়।

0
Updated: 2 months ago
Before Prospero's arrival, who imprisoned the spirit Ariel in a cloven pine?
Created: 1 month ago
A
Caliban
B
The goddess Diana
C
The witch Sycorax
D
Alonso, King of Naples
• Act 1, Scene 2-এ প্রসপেরো অ্যারিয়েলকে তার অতীত কষ্টের কথা স্মরণ করিয়ে দেন, যাতে সে তার আদেশ মানে। তিনি বর্ণনা করেন কীভাবে "দূষিত জাদুকরী সাইকোর্যাক্স," যিনি কালিবানের মা এবং দ্বীপের পূর্ববর্তী শাসক ছিলেন, অ্যারিয়েলকে একটি "দ্বিখণ্ডিত পাইন" গাছের মধ্যে বন্দী করেছিলেন।
সাইকোর্যাক্স অ্যারিয়েলকে শাস্তি দিয়েছিলেন কারণ সে একটি আত্মা হিসেবে তার "মাটির ও ঘৃণ্য আদেশ" পালন করার জন্য "অত্যন্ত সূক্ষ্ম" ছিল। প্রসপেরোই শেষ পর্যন্ত অ্যারিয়েলকে খুঁজে বের করেন এবং গাছ থেকে মুক্তি দেন, যার কারণে অ্যারিয়েল এখন প্রসপেরোর আদেশ মানতে বাধ্য।

0
Updated: 3 weeks ago
What type of play is Measure for Measure?
Created: 3 weeks ago
A
Tragedy
B
Dark comedy
C
Romance
D
History play
Measure for Measure
-
এটি William Shakespeare এর লেখা ৫ অঙ্কের Dark Comedy।
-
লেখা হয় ১৬০৩–০৪ সালে এবং প্রকাশিত হয় ১৬২৩ সালের First Folio তে।
-
"Problem play" হিসেবে পরিচিত, কারণ এতে ট্র্যাজেডি ও কমেডির সংমিশ্রণ রয়েছে।
-
বিষয়বস্তু: সামাজিক ন্যায়বিচার, নৈতিকতা, ক্ষমা এবং ক্ষমতার অপব্যবহার।
Summary:
-
ভিয়েনার ডিউক তার ক্ষমতা ছেড়ে Lord Angelo কে শাসনভার দেন।
-
Lord Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে এবং Claudio নামে যুবককে মৃত্যুদণ্ড দেয়।
-
Claudio এর বোন Isabella ভাইয়ের জীবন বাঁচাতে Angelo এর কাছে অনুরোধ জানায়।
-
Lord Angelo শর্ত দেয়, Claudio বাঁচাতে Isabella তাকে দেহ দিতে হবে।
-
ডিউক গোপনে ফিরে এসে Angelo এর অসৎ আচরণ প্রকাশ করে এবং Claudio কে ক্ষমা দেন।
-
নাটকটি ন্যায়, সততা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে গভীর বার্তা দেয়।
Main characters:
-
Isabella
-
Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
Shakespeare এর কিছু Tragi-comedy:
-
The Merchant of Venice
-
Measure for Measure
-
The Winter's Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
Source:

0
Updated: 3 weeks ago