How does Othello die?
A
Stabbed by Iago
B
Poisoned
C
Suicide
D
Killed by guards
উত্তরের বিবরণ
Desdemona-কে হত্যা করার পর সত্য জেনে Othello অনুশোচনায় ভুগে নিজের তলোয়ার দিয়ে আত্মহত্যা করে। এটি তার অপরাধবোধের চরম প্রকাশ।

0
Updated: 2 months ago
What instructions does Hamlet give to the players before the performance?
Created: 2 months ago
A
To exaggerate emotions
B
To act naturally
C
To avoid political themes
D
To focus on comedy
Hamlet অভিনেতাদের বলে স্বাভাবিকভাবে অভিনয় করতে এবং আবেগকে অতিরঞ্জিত না করতে। তার উদ্দেশ্য ছিল Claudius-এর অপরাধ প্রকাশ করা, তাই অতিরিক্ত নাটকীয়তা যেন বার্তাটি আড়াল না করে। এটি Shakespeare-এর অভিনয় নীতি সম্পর্কেও ইঙ্গিত দেয়।

0
Updated: 2 months ago
What does Lodovico represent in the play?
Created: 2 months ago
A
Love and compassion
B
Betrayal and greed
C
Venetian authority and justice
D
Military weakness
Lodovico ভেনিসের একজন সিনেটর, যে নাটকের শেষদিকে সত্য উদঘাটনের সাক্ষী হয়। সে ভেনিসের আইন ও ন্যায়ের প্রতীক। তার উপস্থিতি নাটকের রাজনৈতিক ও নৈতিক দিককে প্রকাশ করে, বিশেষ করে Iago-র অপরাধ ও ওথেলোর পতন বোঝাতে।

1
Updated: 2 months ago
Why does King Lear decide to divide his kingdom among his daughters?
Created: 3 weeks ago
A
To reward the daughter who expresses her love most convincingly
B
To avoid political conflicts
C
To give all daughters equal rights
D
To follow the nobles’ advice
লিয়ার তার রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন যিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবেন তার উপর ভিত্তি করে। তিনি ভেবেছিলেন, এইভাবে প্রেম ও আনুগত্যকে পুরস্কৃত করা যায়।
এটি আবেগপ্রবণ এবং যুক্তিহীন সিদ্ধান্ত। রিগান ও গনরিল মিথ্যা ভালোবাসা দেখিয়ে ক্ষমতা দখল করে। Cordelia সত্যিকারের ভালোবাসা দেখালেও সরলতার কারণে শাস্তি ভোগ করেন।
এই সিদ্ধান্ত নাটকের মূল সংঘাত এবং ট্র্যাজেডির সূচনা করে। শেক্সপিয়ার দেখিয়েছেন মানব দুর্বলতা ও অহংকার রাজনীতিতে কতটা বিপজ্জনক হতে পারে।

0
Updated: 3 weeks ago