A
To protect Cassio
B
To save her own life
C
To clear Desdemona’s name
D
To punish Othello
উত্তরের বিবরণ
Emilia Desdemona-র নির্দোষতা প্রমাণ করার জন্য নিজের জীবন বিপন্ন করে সত্য প্রকাশ করে। সে রুমাল নিয়ে Iago-র কৌশল ফাঁস করে দেয়। যদিও এর ফলে Iago তাকে হত্যা করে, তার এই আত্মত্যাগ ন্যায়বিচার ও বিশ্বস্ততার প্রতীক হয়ে থাকে।

0
Updated: 2 weeks ago
What advice does Laertes give to Ophelia regarding Hamlet?
Created: 2 weeks ago
A
To avoid falling in love with Hamlet
B
To marry Hamlet quickly
C
To spy on Hamlet
D
To confess her feelings
Laertes তার বোন Ophelia-কে সতর্ক করে যে Hamlet রাজপুত্র হিসেবে ব্যক্তিগত ইচ্ছা পূরণে স্বাধীন নয়। রাজনৈতিক দায়িত্ব ও রাজকীয় সিদ্ধান্তের কারণে সে হয়তো বিয়ে করতে পারবে না। এই পরামর্শ Ophelia-কে Hamlet থেকে দূরে রাখার চেষ্টা।

0
Updated: 2 weeks ago
Why does Othello call Desdemona a “cunning whore”?
Created: 2 weeks ago
A
He believes Iago’s lies
B
He finds her with Cassio
C
He reads her letters
D
She insults him
Iago-র মিথ্যা প্রমাণে প্ররোচিত হয়ে Othello মনে করে Desdemona চতুরভাবে অবিশ্বস্ত আচরণ করছে। তাই সে তাকে অপমানজনক নামে ডাকে, যা তার ঈর্ষা ও ভুল ধারণার চরম প্রকাশ।

0
Updated: 2 weeks ago
What weakness of Cassio does Iago exploit?
Created: 2 weeks ago
A
His drinking problem
B
His gambling
C
His dishonesty
D
His greed
Cassio সাধারণত সৎ ও বিশ্বস্ত হলেও মদ খেতে পারে না। Iago এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে মাতাল অবস্থায় ঝগড়ায় ফেলে। এর ফলে Cassio পদ হারায় এবং নাটকের কাহিনি এগোয়। এই ঘটনাই ওথেলোর সন্দেহ বাড়ানোর পথ তৈরি করে।

0
Updated: 2 weeks ago