Why does Emilia decide to reveal Iago’s plot at the end?
A
To protect Cassio
B
To save her own life
C
To clear Desdemona’s name
D
To punish Othello
উত্তরের বিবরণ
Emilia Desdemona-র নির্দোষতা প্রমাণ করার জন্য নিজের জীবন বিপন্ন করে সত্য প্রকাশ করে। সে রুমাল নিয়ে Iago-র কৌশল ফাঁস করে দেয়। যদিও এর ফলে Iago তাকে হত্যা করে, তার এই আত্মত্যাগ ন্যায়বিচার ও বিশ্বস্ততার প্রতীক হয়ে থাকে।

0
Updated: 2 months ago
Which Shakespeare play features the character Caliban?
Created: 2 months ago
A
The Tempest
B
Macbeth
C
Othello
D
King Lear

1
Updated: 2 months ago
In Shakespeare's play Hamlet, Hamlet was prince of
Created: 1 month ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.

0
Updated: 1 month ago
What is the famous line that begins Hamlet’s soliloquy in Act 3, Scene 1?
Created: 2 months ago
A
All the world’s a stage
B
To be, or not to be
C
Et tu, Brute?
D
O brave new world
হ্যামলেটের বিখ্যাত মনস্তাত্ত্বিক বক্তব্য বা সলিলক্যু “To be, or not to be” (অর্থাৎ, “অস্তিত্ব থাকা না থাকা”) Act 3, Scene 1 এ শুরু হয়। এটি ইংরেজি নাটকের অন্যতম পরিচিত এবং গুরুত্বপূর্ণ উক্তি। এখানে হ্যামলেট জীবনের দুঃখ-কষ্ট এবং আত্মহত্যার ভাবনায় নিজেকে প্রশ্ন করছে — জীবনে থাকা উচিত কি না, বা মৃত্যু কি জীবনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে কি না।
অন্য বিকল্পগুলো:
-
a) All the world’s a stage – এটি উইলিয়াম শেক্সপিয়রের আরেক নাটক “As You Like It” থেকে।
-
c) Et tu, Brute? – এটি জুলিয়াস সিজারের বিখ্যাত লাইন, যখন সে ব্রুটাসের হাতে হত্যা হয়।
-
d) O brave new world – এটি শেক্সপিয়রের “The Tempest” নাটকের একটি লাইন।
সুতরাং, Hamlet-এর সলিলক্যুর শুরু "To be, or not to be" সবচেয়ে বিখ্যাত এবং সঠিক উত্তর

0
Updated: 2 months ago