What is Iago’s real motive behind destroying Othello?
A
To avenge being passed over for promotion
B
To win Desdemona’s love
C
To serve Cassio
D
To gain money from Roderigo
উত্তরের বিবরণ
Iago মূলত Cassio-কে পদোন্নতিতে এগিয়ে দেওয়ায় অপমানিত বোধ করে এবং প্রতিশোধ নিতে চায়। পাশাপাশি, তার ঈর্ষা, জাতিগত বিদ্বেষ ও অযৌক্তিক সন্দেহ ওথেলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের আগুন জ্বালায়। এই মিশ্র উদ্দেশ্যই পুরো ট্র্যাজেডির চালিকা শক্তি।

1
Updated: 2 months ago
Which Shakespeare play features Caliban?
Created: 2 months ago
A
The Tempest
B
Macbeth
C
Othello
D
King Lear

0
Updated: 2 months ago
Why does Malcolm pretend to be more evil than Macbeth when speaking to Macduff?
Created: 2 months ago
A
To ensure Macduff is not working for Macbeth
B
To find out Macduff’s true motives
C
To see if Macduff values Scotland’s safety
D
To test Macduff’s loyalty
Malcolm ইচ্ছাকৃতভাবে নিজেকে Macbeth-এর চেয়েও বেশি দুষ্ট হিসেবে উপস্থাপন করে, যাতে তিনি Macduff-এর প্রতিক্রিয়া দেখতে পারেন। তিনি দাবি করেন যে তিনি আরও খারাপ শাসক হবেন—এর মাধ্যমে Malcolm পরীক্ষা করেন Macduff সত্যিই স্কটল্যান্ডকে ভালোবাসে ও স্বৈরশাসনের বিরোধিতা করে কিনা, নাকি গোপনে Macbeth-কে সমর্থন করে।

1
Updated: 2 months ago
Who plots to kill Alonso during his sleep?
Created: 2 months ago
A
Prospero and Miranda
B
Caliban and Ariel
C
Antonio and Sebastian
D
Gonzalo and Ferdinand
Antonio (Prospero-র বিশ্বাসঘাতক ভাই) এবং Sebastian (Alonso-র ভাই) ষড়যন্ত্র করে ঘুমন্ত Alonso-কে হত্যা করতে, যাতে Sebastian রাজা হতে পারে। তবে Ariel সময়মতো Gonzalo-কে সতর্ক করে, যেন Alonso-কে রক্ষা করা যায়। এই ষড়যন্ত্র নাটকের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার লোভের থিমকে স্পষ্ট করে তোলে।

2
Updated: 2 months ago