In Act 4, Scene 1, what public action shocks Lodovico?
A
Othello kisses Desdemona
B
Othello tears the handkerchief
C
Othello accuses Cassio
D
Othello strikes Desdemona
উত্তরের বিবরণ
Lodovico Desdemona-কে প্রকাশ্যে ওথেলোর চড় মারতে দেখে বিস্মিত ও হতবাক হয়ে যায়। ভেনিসে ওথেলোর ন্যায়পরায়ণ ও শান্ত স্বভাবের ভাবমূর্তি এই দৃশ্যে ভেঙে যায়। এটি ওথেলোর মানসিক অবক্ষয় এবং Iago-র ষড়যন্ত্রের প্রভাব স্পষ্ট করে তোলে।

2
Updated: 2 months ago
Why is Macduff able to kill Macbeth despite the prophecy?
Created: 2 months ago
A
He was “untimely ripped” from his mother
B
He came into the world by surgery
C
He did not have a natural birth
D
He was born through C-section
ডাইনির ভবিষ্যদ্বাণী ছিল, “নারীর গর্ভে জন্মানো কেউ Macbeth-কে মারতে পারবে না।” Macduff সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা সাধারণ প্রসব নয়। সব অপশন একই অর্থ বহন করলেও মূল শব্দগুচ্ছ “C-section” নাটকীয়ভাবে সত্যিটা প্রকাশ করে।

1
Updated: 2 months ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 months ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
Macbeth-এ ডাইনিদের ডাকা দ্বিতীয় আত্মা (Apparition) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করে যে “কোনো নারীজাত থেকে জন্ম নেওয়া মানুষ তাকে ক্ষতি করতে পারবে না।” এই অস্পষ্ট বাণী ম্যাকবেথকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে। পরে জানা যায়, ম্যাকডাফ সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা এই ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করে এবং ম্যাকবেথের পতনের কারণ হয়।

3
Updated: 2 months ago
What is the "divided duty" that Desdemona speaks of to her father?
Created: 1 month ago
A
Her duty to Venice versus her duty to Cyprus.
B
Her duty to her father versus her duty to her husband, Othello.
C
Her duty to her faith versus her duty to her marriage
D
Her duty to help Cassio versus her duty to obey Othello.
Othello নাটকে ডেসডিমোনা যখন ভেনিসের ডিউকের সামনে তার বাবার অভিযোগের জবাব দিতে আসে, তখন সে খুবই calm eloquence অর্থাৎ শান্ত কিন্তু স্পষ্টভাষীভাবে নিজের বক্তব্য প্রকাশ করে। এখানে আমরা দেখতে পাই তার সাহস, আত্মবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা।
-
সে প্রথমেই স্বীকার করে যে তার life and education বা জীবন ও শিক্ষার জন্য বাবার কাছে তার কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা উচিত।
-
তবে এরপর যুক্তি দিয়ে বলে যে এখন তার আরও বড় দায়িত্ব তার স্বামীর প্রতি, কারণ বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
-
সে উদাহরণ হিসেবে নিজের মায়ের কথা তুলে ধরে, যিনি একসময় তার স্বামী Brabantio-কে নিজের বাবার ওপর অগ্রাধিকার দিয়েছিলেন।
-
এই বক্তব্যের মাধ্যমে ডেসডিমোনা প্রমাণ করে যে সে শুধু অনুগত মেয়ে নয়, বরং একজন woman of strength and conviction, যিনি নিজের পছন্দকে রক্ষা করতে ভয় পান না।

1
Updated: 3 weeks ago