Why does Othello trust Iago so deeply?
A
Iago is his kinsman
B
Iago is truthful
C
Iago fought bravely with him
D
Desdemona recommends Iago
উত্তরের বিবরণ
ওথেলো যুদ্ধক্ষেত্রে Iago-র বিশ্বস্ততা দেখেছে বলে তাকে অন্ধভাবে বিশ্বাস করে। এই সামরিক সখ্যতা ও অভিজ্ঞতা ওথেলোর কাছে Iago-কে নির্ভরযোগ্য মনে করায়। কিন্তু এই অন্ধ বিশ্বাসই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়, কারণ Iago তার বিশ্বাসকে ধ্বংসাত্মকভাবে ব্যবহার করে।

0
Updated: 2 months ago
What is the purpose of the play-within-the-play, “The Mousetrap”?
Created: 2 months ago
A
To entertain the court
B
To test Claudius’s guilt
C
To honor Hamlet’s father
D
To distract from politics
হ্যামলেট নাটকের মধ্যে নাটক আয়োজন করে, যাতে তার পিতার হত্যার ঘটনা অভিনীত হয়। সে দেখে ক্লডিয়াসের প্রতিক্রিয়া কেমন হয়। ক্লডিয়াস বিচলিত হয়ে উঠে গেলে তার অপরাধ প্রমাণিত হয়। এটি নাটকের সত্য প্রকাশের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

1
Updated: 2 months ago
What is the Ghost’s main request to Hamlet?
Created: 2 months ago
A
To take the throne
B
To kill Claudius and avenge his death
C
To protect Gertrude
D
To leave Denmark
ভূত Hamlet-কে জানায় Claudius তাকে হত্যা করেছে এবং প্রতিশোধ নিতে বলে, তবে মাকে আঘাত না করতে বলে।

1
Updated: 2 months ago
In which Act and Scene does the line "Thou know'st 'tis common, all that lives must die, / Passing through nature to eternity" occur?
Created: 1 week ago
A
Act I, Scene 1
B
Act I, Scene 2
C
Act II, Scene 2
D
Act III, Scene 2
এই লাইনটি Act I, Scene 2-এ কুইন গারট্রুড (Queen Gertrude) হ্যামলেটকে বলেন। এখানে তিনি হ্যামলেটকে তাঁর পিতার মৃত্যুর শোক থেকে সরে এসে বাস্তবতা মেনে নিতে উপদেশ দিচ্ছেন। গারট্রুড বোঝাতে চান, মৃত্যু জীবনের একটি স্বাভাবিক ও অবশ্যম্ভাবী সত্য—প্রত্যেক জীবই একসময় প্রকৃতির মাধ্যমে অনন্তের পথে যায়।
মূল ভাবটি হলো—
-
গারট্রুড জীবনের অস্থায়িত্ব (transience of life) এবং মৃত্যুর অনিবার্যতা (inevitability of death) তুলে ধরছেন।
-
তিনি হ্যামলেটকে আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে ভাবতে বলেন—যা ঘটেছে তা প্রকৃতির নিয়ম।
-
এই সংলাপটি নাটকের শুরুতেই জীবনের অনিত্যতা এবং মানবিক বেদনার একটি গভীর দার্শনিক সুর সৃষ্টি করে, যা পরবর্তীতে Hamlet-এর মূল থিমগুলির সঙ্গে যুক্ত হয়।

0
Updated: 1 week ago