A
Iago is his kinsman
B
Iago is truthful
C
Iago fought bravely with him
D
Desdemona recommends Iago
উত্তরের বিবরণ
ওথেলো যুদ্ধক্ষেত্রে Iago-র বিশ্বস্ততা দেখেছে বলে তাকে অন্ধভাবে বিশ্বাস করে। এই সামরিক সখ্যতা ও অভিজ্ঞতা ওথেলোর কাছে Iago-কে নির্ভরযোগ্য মনে করায়। কিন্তু এই অন্ধ বিশ্বাসই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়, কারণ Iago তার বিশ্বাসকে ধ্বংসাত্মকভাবে ব্যবহার করে।

0
Updated: 2 weeks ago
What is Brabantio’s main objection to Desdemona’s marriage?
Created: 2 weeks ago
A
Othello is older
B
Othello is poor
C
Othello is a Moor
D
Othello is not noble
Brabantio জাতিগত বিদ্বেষ থেকে Othello-কে মেনে নিতে পারে না, কারণ সে একজন Moor এবং ভেনিসের বাইরের লোক।

0
Updated: 2 weeks ago
What symbolizes Desdemona’s loyalty and becomes central to Othello’s jealousy?
Created: 2 weeks ago
A
Her letter
B
Her handkerchief
C
Her ring
D
Her necklace
ডেসডিমোনার রুমাল ওথেলোর কাছে ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। Iago এই রুমালটি কৌশলে কাসিওর কাছে পৌঁছে দেয়, যা ওথেলোর মনে সন্দেহকে সত্যে রূপান্তরিত করে। এই রুমালই নাটকের ট্র্যাজিক ঘটনাপ্রবাহকে এগিয়ে নেয় এবং ওথেলোর অন্ধ ক্রোধকে জাগিয়ে তোলে।

1
Updated: 2 weeks ago
What is Prospero’s final request to the audience in the Epilogue?
Created: 2 weeks ago
A
To punish Antonio
B
To crown Miranda
C
To free him with applause
D
To honor Caliban
Epilogue-এ Prospero দর্শকদের উদ্দেশ্যে বলে যে তার জাদু শেষ, এখন তাদের করতালিই তাকে মুক্তি দিতে পারে। এটি নাটকের ভেতরে চরিত্রের অনুরোধ হলেও আসলে শেকসপিয়ারের নাট্যরীতি, যেখানে দর্শকের অনুমোদনই নাটকের সমাপ্তি ঘটায়।

1
Updated: 2 weeks ago