What is the symbolic significance of the handkerchief in Othello?
A
It represents Othello’s military honor
B
It symbolizes love and fidelity
C
It is a sign of political power
D
It represents Desdemona’s innocence only
উত্তরের বিবরণ
রুমালটি ওথেলোর মায়ের দেওয়া, যা ওথেলোর দ্বারা তার স্ত্রীকে দেওয়া ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। Iago এটিকে ষড়যন্ত্রের অস্ত্র বানায়, যেন ওথেলো ভাবে Desdemona অবিশ্বস্ত। এই প্রতীক নাটকে ঈর্ষা, বিশ্বাসঘাতকতা ও ট্র্যাজেডির কেন্দ্রে স্থান পায়।

1
Updated: 2 months ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 months ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
Macbeth-এ ডাইনিদের ডাকা দ্বিতীয় আত্মা (Apparition) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করে যে “কোনো নারীজাত থেকে জন্ম নেওয়া মানুষ তাকে ক্ষতি করতে পারবে না।” এই অস্পষ্ট বাণী ম্যাকবেথকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে। পরে জানা যায়, ম্যাকডাফ সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা এই ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করে এবং ম্যাকবেথের পতনের কারণ হয়।

3
Updated: 2 months ago
Which character best represents the theme of appearance vs. reality?
Created: 2 months ago
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
Iago-র চরিত্র “appearance vs. reality” থিমকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে। সে বাইরে বিশ্বস্ত সৈনিকের মতো মনে হলেও ভেতরে প্রতারক ও ষড়যন্ত্রী। শেক্সপিয়র দেখিয়েছেন বাহ্যিক মুখোশের আড়ালে কী ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে।

1
Updated: 2 months ago
“To be, or not to be — that is the question” — What is Hamlet contemplating here?
Created: 2 months ago
A
Revenge
B
Suicide and the meaning of life
C
Marriage
D
Political action
এই বিখ্যাত স্বগতোক্তিতে Hamlet জীবনের কষ্ট ও মৃত্যুর সম্ভাবনা নিয়ে ভাবছে।

0
Updated: 2 months ago