Why does Cordelia refuse to exaggerate her love for Lear?
A
She wants to test her sisters
B
She values truth over flattery
C
She wants to anger Lear deliberately
D
She does not understand politics
উত্তরের বিবরণ
কর্ডেলিয়া বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসা অতিরঞ্জিত করে প্রকাশ করা উচিত নয়। সে চাটুকারিতা এড়িয়ে আন্তরিকতা বজায় রাখে, যদিও জানে এতে তার উত্তরাধিকার হারানোর ঝুঁকি আছে। এই সততা তার চরিত্রের মহত্ত্ব প্রকাশ করে, কিন্তু লিয়ারের ভুল বোঝাবুঝি ও ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়, যা নাটকের ট্র্যাজেডি গভীর করে।

0
Updated: 2 months ago
Why does Hamlet send Ophelia away during the “Get thee to a nunnery” scene?
Created: 2 months ago
A
He hates her
B
He wants to test her loyalty
C
He wants her to spy on Claudius
D
He wants to protect her from corruption
Hamlet Ophelia-কে নানাবাড়ি বা কনভেন্টে যেতে বলে, যাতে সে পুরুষদের প্রতারণা ও দুর্নীতি থেকে রক্ষা পায়। উপরে উপরে এটি রূঢ় শোনালেও, এতে Hamlet-এর সুরক্ষার মনোভাব ও তার তিক্ত অভিজ্ঞতার ছাপ রয়েছে।

1
Updated: 2 months ago
How does Hamlet die?
Created: 2 months ago
A
Stabbed with a poisoned sword
B
Drinks poison
C
Killed by Claudius’s guards
D
Commits suicide
Laertes ও Hamlet-এর দ্বন্দ্বযুদ্ধে Claudius-এর ষড়যন্ত্রে বিষ মাখানো তরবারি ব্যবহার হয়। লড়াইয়ের সময় তারা একে অপরকে আঘাত করে। বিষের কারণে Hamlet মারা যায়, কিন্তু এর আগে Claudius-কে হত্যা করে এবং তার বাবার প্রতিশোধ নেয়।

1
Updated: 2 months ago
Which daughter shows true loyalty to Lear?
Created: 2 months ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
None
করডেলিয়া তার বাবার প্রতি সত্যিকারের আনুগত্য দেখায়। প্রশংসা না করেও সে শেষে রাজাকে রক্ষা করতে আসে। তার মৃত্যু নাটকের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত।

0
Updated: 2 months ago