How does Cordelia explain her love for King Lear?
A
I love your majesty According to my bond; no more nor less.
B
I love you father According to my bond; no more nor less.
C
I love thee According to my bond; no more nor less.
D
I love you my father According to my bond; no more nor less.
উত্তরের বিবরণ
Act 1, Scene 1-এ যখন King Lear তার তিন কন্যাকে ভালোবাসা প্রকাশ করতে বলেন, তখন Goneril ও Regan অতিরঞ্জিত প্রশংসা করে। কিন্তু Cordelia সৎভাবে বলে যে সে রাজাকে একজন কন্যার দায়িত্ব ও সম্পর্ক অনুযায়ী ভালোবাসে—না কম, না বেশি। এই লাইনটি—"I love your majesty according to my bond; no more nor less."—শেক্সপিয়ারের King Lear নাটকে Cordelia-র বলা।

2
Updated: 2 months ago
How does Othello kill Desdemona?
Created: 2 months ago
A
Poison
B
Stabbing
C
Strangling
D
Throwing her into the sea
Othello বিছানায় Desdemona-কে শ্বাসরোধ করে হত্যা করে। Iago-র মিথ্যা অভিযোগে প্ররোচিত হয়ে সে মনে করে Desdemona Cassio-র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যদিও এটি সম্পূর্ণ মিথ্যা।

1
Updated: 2 months ago
'Macbeth' is a _________ play written by William Shakespeare.
Created: 3 weeks ago
A
tragedy
B
comedy
C
historical
D
romantic
Macbeth হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত একটি ট্র্যাজেডি নাটক, যা পাঁচ অঙ্কে বিভক্ত। এটি ১৬০৬–০৭ সালের মধ্যে রচিত এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়। শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত। নাটকটির মূল বিষয়বস্তু হলো King Duncan-এর হত্যা এবং তার ফলে ঘটে যাওয়া ঘটনাবলি।
প্রধান চরিত্রসমূহ:
-
Macbeth
-
Lady Macbeth
-
King Duncan
-
Banquo
-
Macduff
-
Malcolm
-
The Three Witches
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
স্কটল্যান্ডের বীর সেনানায়ক Macbeth তিন ডাইনীর কাছ থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় সে রাজা King Duncan-কে হত্যা করে সিংহাসনে বসে।
-
একবার ক্ষমতায় ওঠার পর অপরাধ ঢাকতে একের পর এক হত্যাকাণ্ড চালায়।
-
হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth ও Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে এবং Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত Macbeth যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়।
-
নাটকটি দেখায়, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।
কিছু প্রসিদ্ধ উক্তি:
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
পেশা: ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা
-
লেখা: মোট ১৫৪টি Sonnet এবং ৩৭টি নাটক, এছাড়া Long narrative poems
-
ইংল্যান্ডের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুজন তাকে সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার মনে করে
বিশিষ্ট রচনা:
Tragedy
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timon of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy
-
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy
-
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical play
-
Julius Caesar, Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I–III, Henry VIII, King John, Richard II, Richard III
উৎস:

0
Updated: 3 weeks ago
What type of play is Shakespeare’s "Othello"?
Created: 1 month ago
A
Comedy
B
History
C
Romance
D
Tragedy
Othello হলো Tragedy এবং এটি William Shakespeare রচিত। ১৬০৩-০৪ সালে লেখা এই নাটকটি ৫-অঙ্কের একটি অভিনীত ট্র্যাজেডি এবং ১৬২২ সালে প্রকাশিত হয়।
-
Important characters:
-
Othello (Main Character)
-
Desdemona (Othello’s wife)
-
Brabantio
-
Iago (Villain)
-
Cassio
-
Emilia
-
-
সারসংক্ষেপ:
-
Othello, Venice-এর একজন Moorish সেনাপতি, গোপনে Desdemona কে বিয়ে করে, যা তার বাবা Brabantio মেনে নিতে পারেনি।
-
সেনাবাহিনীতে Cassio কে Lieutenant হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতারক Iago ক্ষুব্ধ হয়ে Othello-এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago Desdemona-এর রুমাল Cassio-এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষায় অন্ধ হয়ে Othello নিজেই Desdemona কে হত্যা করে। পরে সত্য জানার পর অনুশোচনায় আত্মহত্যা করে। Iago ধরা পড়ে এবং তার শাস্তি নির্ধারিত হয়।
-
William Shakespeare:
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Shakespeare এর নামের বানান: Shakspere
-
উপাধি: Bard of Avon বা Swan of Avon
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা। ইংরেজি জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুによর মতে সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তিনি মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
Historical Play: Julius Caesar (Tragedy + Historical), Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III

0
Updated: 1 month ago