Who is named king after Macbeth’s death?
A
Fleance
B
Malcolm
C
Macduff
D
Donalbain
উত্তরের বিবরণ
ম্যাকবেথ নিহত হওয়ার পর মালকমকে স্কটল্যান্ডের রাজা ঘোষণা করা হয়। এটি রাজ্যে ন্যায় ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতীকী মুহূর্ত। মালকম শান্তি ও ন্যায়ের প্রতিশ্রুতি দেয়।

1
Updated: 2 months ago
Who wrote "All's Well That Ends Well"?
Created: 2 months ago
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
W. B Yeats
D
Jonathan Swift
The correct answer is - খ) William Shakespeare.
• All's Well That Ends Well
- 'All's Well That Ends Well' (১৬০১-০৫) শেক্সপিয়রের একটি কমেডি নাটক, যার মূল কাহিনি Giovanni Boccaccio's Decameron থেকে নেওয়া।
- গল্পের নায়িকা হেলেনা, এক বিখ্যাত চিকিৎসকের কন্যা, যিনি সদ্যপ্রয়াত রসিলিয়নের তরুণ কাউন্ট এর (Bertram) প্রেমে পড়ে।
- Bertram হেলেনার সামাজিক অবস্থান মেনে না নিয়ে ফ্রান্সের রাজদরবারে চলে যায়, কিন্তু হেলেনা তার বাবার ঔষধ দিয়ে অসুস্থ রাজাকে ভালো করে তোলে ও পুরস্কার হিসেবে বর বেছে নিতে চায় সে বেছে নেয় Bertram.
- Bertram বিয়েতে বাধ্য হলেও তাসকানিতে যুদ্ধে পালিয়ে যায়, এবং চিঠিতে জানায় হেলেনা তখনই তার স্ত্রী হবে, যখন সে Bertram-এর আংটি পাবে ও তার সন্তানের মা হবে।
- হেলেনা তীর্থযাত্রীর ছদ্মবেশে তাসকানিতে যায়, দেখে Bertram এক মেয়ের (Diana) প্রেমে পড়ে, তখন সে নিজের মৃত্যুর গুজব ছড়ায় ও রাতে Diana-র জায়গায় Bertram-এর সঙ্গে মিলিত হয়, আংটি পায় ও নিজের আংটি তাকে দেয়।
- শেষমেশ, যখন Bertram রসিলিয়নে ফিরে আসে, রাজা আংটি দেখে সন্দেহ করে, তখন হেলেনা উপস্থিত হয়ে নিজের চালাকি খোলসা করে ও স্বামী হিসেবে Bertram-কে দাবি করে।
• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।
• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
Source: Britannica.

0
Updated: 2 months ago
Shakespeare composed much of his plays in what sort of verse?
Created: 2 months ago
A
Alliterative verse
B
Sonnet form
C
lambic pentameter
D
Daetylic Haxameter
Shakespeare composed much of his plays in Iambic pentameter.
Iambic Pentameter
- A rhythmic Pattern. Pentameter means a group or unit of five people or five things.
• William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- William Shakespeare composed much of his plays in the form of poetry. Often in a meter called iambic Pentameter.
Source: Encyclopedia Britannica and Live MCQ Lecture.

1
Updated: 2 months ago
Hamlet's treatment of women, especially Ophelia and Gertrude, reflects which underlying theme?
Created: 1 week ago
A
A pure moral guidance to protect women
B
Misogyny and the fragility of female agency within patriarchal
C
A critique of political corruption
D
The ideal romantic devotion between a man and a woman
হ্যামলেটের নারীচরিত্রদের প্রতি আচরণ মূলত তার মানসিক জটিলতা ও সমাজব্যবস্থার প্রতিফলন। অপেলিয়া ও গার্ট্রুডের সঙ্গে তার সম্পর্ক দেখায় কীভাবে পুরুষকেন্দ্রিক সমাজে নারীদের স্বাধীনতা ও ব্যক্তিসত্তা ভঙ্গুর হয়ে পড়ে।
এটি হ্যামলেটের অন্তর্গত নারীবিদ্বেষ (misogyny) এবং সেই সময়ের patriarchal structure-এর সীমাবদ্ধতার প্রতিচ্ছবি।
-
হ্যামলেট তার মায়ের পুনর্বিবাহকে নৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে, যা তার নারীদের প্রতি অবিশ্বাস ও ঘৃণাকে আরও গভীর করে তোলে।
-
অপেলিয়ার প্রতি তার নিষ্ঠুর আচরণ প্রমাণ করে যে নারীকে সে আবেগের নয়, বরং দুর্বলতার প্রতীক হিসেবে দেখে।
-
পুরো নাটক জুড়ে নারীচরিত্রদের অবস্থান সীমিত—তারা পুরুষদের সিদ্ধান্ত ও সমাজের নিয়মে আবদ্ধ, যা তাদের agency বা স্বাধীনতার ভঙ্গুরতা প্রকাশ করে।
-
ফলে, নাটকটি শুধুমাত্র হ্যামলেটের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং একটি patriarchal সমাজে নারীর অসহায় অবস্থার প্রতিফলনও বটে।

0
Updated: 1 week ago