A
Fleance
B
Malcolm
C
Macduff
D
Donalbain
উত্তরের বিবরণ
ম্যাকবেথ নিহত হওয়ার পর মালকমকে স্কটল্যান্ডের রাজা ঘোষণা করা হয়। এটি রাজ্যে ন্যায় ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতীকী মুহূর্ত। মালকম শান্তি ও ন্যায়ের প্রতিশ্রুতি দেয়।

0
Updated: 2 weeks ago
What causes the storm (tempest) at the beginning of the play?
Created: 2 weeks ago
A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 weeks ago
Who are Rosencrantz and Guildenstern?
Created: 2 weeks ago
A
Soldiers of Denmark
B
Childhood friends of Hamlet sent to spy on him
C
Courtiers loyal to Hamlet
D
Messengers from Norway
Rosencrantz ও Guildenstern Hamlet-এর শৈশবের বন্ধু হলেও Claudius তাদের পাঠায় Hamlet-এর উপর গুপ্তচরবৃত্তি করতে এবং তার মানসিক অবস্থা জানতে। Hamlet বুঝতে পারে তারা রাজা ও রাণীর পক্ষের, তাই পরে ইংল্যান্ডে পাঠানোর পথে চিঠি বদলে দেয় এবং তাদের মৃত্যুর ব্যবস্থা করে।

0
Updated: 2 weeks ago
Why does King Lear divide his kingdom?
Created: 3 weeks ago
A
To punish his enemies
B
Because he is sick
C
To test his daughters’ love
D
To escape taxes
King Lear নাটকের শুরুতেই রাজা লিয়ার সিদ্ধান্ত নেন যে, তিনি তার রাজ্য তিন কন্যার মধ্যে ভাগ করে দেবেন। তবে কেবল সম্পদ ভাগ করার উদ্দেশ্যে নয় — তিনি চেয়েছিলেন তার কন্যারা তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করুক।
Lear বলেন, যে কন্যা তাকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলবে, সে বেশি অংশ পাবে। এটা ছিল একটি ভালোবাসার পরীক্ষার (test of love)।
কিন্তু এই পরীক্ষা শেষ পর্যন্ত তার জন্য বিপর্যয় বয়ে আনে:
-
বড় দুই কন্যা, Goneril ও Regan, মিথ্যা প্রশংসা করে বড় অংশ পায়।
-
আর ছোট কন্যা Cordelia, সত্য ও সততার সঙ্গে ভালোবাসা প্রকাশ করায় তার অংশ হারায়।
এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় নাটকের মূল ট্র্যাজেডি।
King Lear তার কন্যাদের ভালোবাসা যাচাই করার জন্য রাজ্য ভাগ করেছিলেন — তাই সঠিক উত্তর (c)

0
Updated: 3 weeks ago