What disguise does Kent use?
A
Shepherd
B
Soldier
C
Beggar
D
Doctor
উত্তরের বিবরণ
King Lear-এ রাজা লিয়ারের বিশ্বস্ত ভৃত্য কেন্ট রাজাকে রক্ষা করার জন্য সৈন্যের ছদ্মবেশ নেয়। লিয়ার তাকে নির্বাসিত করলেও, কেন্ট তার আনুগত্যে অবিচল থেকে পরিচয় গোপন করে সেবায় নিয়োজিত থাকে। এই ছদ্মবেশ তাকে রাজাকে কাছে থেকে সাহায্য করার সুযোগ দেয় এবং নাটকের আনুগত্য ও আত্মত্যাগের থিমকে শক্তিশালী করে।
0
Updated: 2 months ago
Who is Macbeth’s wife?
Created: 2 months ago
A
Lady Duncan
B
Lady Macbeth
C
Lady Banquo
D
Lady Macduff
ম্যাকবেথের স্ত্রী হলেন লেডি ম্যাকবেথ।
তিনি উইলিয়াম শেক্সপিয়রের Macbeth নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
লেডি ম্যাকবেথ:
-
খুবই উচ্চাকাঙ্ক্ষী ও ধূর্ত।
-
স্বামীর রাজা হওয়ার বাসনাকে বাস্তব করতে তিনি ম্যাকবেথকে ডানকানকে হত্যার জন্য উস্কে দেন।
-
পরে তার অপরাধবোধ ও মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
অন্য বিকল্পগুলো ভুল:
-
Lady Duncan: এরকম কোনো চরিত্র নেই; রাজা ডানকানের স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি।
-
Lady Banquo: বাস্তব নাটকে এমন চরিত্র নেই।
-
Lady Macduff: ম্যাকডাফের স্ত্রী, যাকে ম্যাকবেথের আদেশে হত্যা করা হয়। তিনি ম্যাকবেথের স্ত্রী নন।
ম্যাকবেথের স্ত্রীর নাম লেডি ম্যাকবেথ, যিনি নাটকের অন্যতম প্রধান চরিত্র।
1
Updated: 2 months ago
What is the main tragic flaw of Othello’s character?
Created: 2 months ago
A
Pride
B
Cowardice
C
Ambition
D
Jealousy
ওথেলোর প্রধান ট্র্যাজিক ত্রুটি হলো তার অতি ঈর্ষাপরায়ণ স্বভাব। সে ডেসডিমোনার ভালোবাসা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে এবং সহজেই Iago-র মিথ্যা কথায় প্রতারিত হয়। এই ঈর্ষাই তাকে নিজের স্ত্রীকে হত্যা করতে প্ররোচিত করে এবং শেষমেশ তার আত্মবিনাশ ঘটায়।
0
Updated: 2 months ago
Who discovers King Duncan’s murder?
Created: 2 months ago
A
Macbeth
B
Lennox
C
Macduff
D
Banquo
রাজা Duncan হত্যার পর সকালে Macduff তাকে জাগাতে যায় এবং রক্তাক্ত দেহ আবিষ্কার করে। তার চিৎকারে পুরো দুর্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আবিষ্কার Macbeth-এর জন্য নাটকীয় মোড় তৈরি করে, কারণ সে নিজের অপরাধ আড়াল করতে দ্রুত ব্যবস্থা নেয়।
0
Updated: 2 months ago