A
Edgar
B
Servant
C
Albany
D
Oswald
উত্তরের বিবরণ
কর্নওয়াল গ্লস্টারের চোখ উপড়ে দেওয়ার সময় তারই এক বিশ্বস্ত চাকর এই নিষ্ঠুরতার প্রতিবাদ করে এবং তাকে আঘাত করে। আঘাতটি মারাত্মক হয়ে কর্নওয়ালের মৃত্যু ঘটে। এটি নাটকের ন্যায়বিচারের এক প্রতীকী মুহূর্ত।

0
Updated: 2 weeks ago
What is Prospero’s final request to the audience in the Epilogue?
Created: 2 weeks ago
A
To punish Antonio
B
To crown Miranda
C
To free him with applause
D
To honor Caliban
Epilogue-এ Prospero দর্শকদের উদ্দেশ্যে বলে যে তার জাদু শেষ, এখন তাদের করতালিই তাকে মুক্তি দিতে পারে। এটি নাটকের ভেতরে চরিত্রের অনুরোধ হলেও আসলে শেকসপিয়ারের নাট্যরীতি, যেখানে দর্শকের অনুমোদনই নাটকের সমাপ্তি ঘটায়।

1
Updated: 2 weeks ago
What causes the storm (tempest) at the beginning of the play?
Created: 2 weeks ago
A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 weeks ago
Which Shakespeare play features the witches?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Hamlet
C
Othello
D
King Lear

0
Updated: 2 weeks ago