Who kills Cornwall?
A
Edgar
B
Servant
C
Albany
D
Oswald
উত্তরের বিবরণ
কর্নওয়াল গ্লস্টারের চোখ উপড়ে দেওয়ার সময় তারই এক বিশ্বস্ত চাকর এই নিষ্ঠুরতার প্রতিবাদ করে এবং তাকে আঘাত করে। আঘাতটি মারাত্মক হয়ে কর্নওয়ালের মৃত্যু ঘটে। এটি নাটকের ন্যায়বিচারের এক প্রতীকী মুহূর্ত।

3
Updated: 2 months ago
Why does Cordelia return to England with an army?
Created: 3 weeks ago
A
To confront Edmund personally
B
To punish her sisters for stealing her inheritance
C
To rescue her father, Lear, and restore order
D
To claim the throne for herself
কর্ডেলিয়া তার সেনাবাহিনী নিয়ে ফিরে আসে লিয়ারকে রক্ষা এবং রাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য। তিনি ন্যায় ও সততার প্রতীক।
তার আগমন নাটকের নৈতিক ও রাজনৈতিক থিমকে শক্তিশালী করে।
Cordelia-এর সাহস ও কর্তব্যবোধ লিয়ারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে।
এটি নাটকের ট্র্যাজিক সমাপ্তি এবং ন্যায়বোধের থিমকে ফুটিয়ে তোলে।
শেক্সপিয়ার দেখিয়েছেন সত্যিকারের ন্যায়বোধ সংঘাতের মাঝেও দৃঢ়তা আনে।

0
Updated: 3 weeks ago
‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s –
Created: 2 months ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As You Like It
'As you Like It' William Shakespeare রচিত বিখ্যাত Comedy। এ নাটকের কয়েকটি বিখ্যাত Quote নিম্নরূপ: All the world's a stage and all the men and women are merely players- সমগ্র পৃথিবী একটা রঙ্গমঞ্চ এবং সকল নারী-পুরুষ এই মঞ্চের অভিনেতা মাত্র।
Sweet are the uses of adversity- দুঃখের প্রয়োজনীয়তাও মধুর।
Blow, blow thou winter wind, বয়ে যাও শীতের বাতাস

0
Updated: 2 months ago
Why does King Lear banish Cordelia?
Created: 2 months ago
A
She betrayed him
B
She plotted against him
C
She married without consent
D
She refused to flatter him
করডেলিয়া তার বাবার প্রতি সৎ থেকে অতিরিক্ত প্রশংসা করতে অস্বীকৃতি জানায়। অন্য দুই কন্যা মিথ্যা প্রশংসা করে রাজ্যের ভাগ পায়, কিন্তু করডেলিয়ার সততার জন্য লিয়ার তাকে নির্বাসিত করেন। এই ঘটনা নাটকের মূল দ্বন্দ্ব পরবর্তী ট্র্যাজেডির সূচনা করে।

1
Updated: 2 months ago