How does Hamlet die?
A
Poisoned sword
B
Hanging
C
Drowning
D
Arrow wound
উত্তরের বিবরণ
লায়ার্টিসের সাথে দ্বন্দ্বযুদ্ধে হ্যামলেট বিষমাখা তলোয়ারের আঘাতে আহত হয়। এই বিষাক্ত অস্ত্র ক্লডিয়াস ও লায়ার্টিসের ষড়যন্ত্রের অংশ ছিল। শেষ মুহূর্তে হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে প্রতিশোধ সম্পূর্ণ করে।

0
Updated: 2 months ago
Why does Othello believe Cassio and Desdemona are lovers?
Created: 2 months ago
A
Lodovico reports it
B
Emilia tells him
C
Cassio confesses
D
Iago shows false evidence
Iago রুমাল ব্যবহার করে মিথ্যা প্রমাণ সাজায় এবং ইঙ্গিতপূর্ণ কথা বলে Othello-কে বিভ্রান্ত করে। এই প্রতারণায় Othello সম্পূর্ণভাবে বিশ্বাস হারায়।

1
Updated: 2 months ago
“The Tempest” opens with what dramatic event?
Created: 1 month ago
A
A royal wedding
B
A declaration of war
C
A magical banquet
D
A violent shipwreck (a tempest)
নাটকের শিরোনাম "The Tempest" সরাসরি এর প্রথম দৃশ্যের (Act 1, Scene 1) সঙ্গে সম্পর্কিত। দর্শক প্রথমেই দেখতে পান একটি জাহাজ একটি প্রচণ্ড, জাদুকরীভাবে তৈরি ঝড়ে ভেঙে যাচ্ছে।
দৃশ্যটি ভরা থাকে নাবিকদের আতঙ্কিত চিৎকার, রাজকীয় যাত্রীদের ভয়ানক ক্রন্দন এবং বজ্রের গর্জনের সঙ্গে, যা সঙ্গে সঙ্গে অশান্তি ও সংকটের টোন স্থাপন করে। এই নাটকীয় ঘটনা হলো প্রসপেরোর প্রথম প্রতিশোধমূলক কর্ম, এবং পুরো কাহিনীকে এগিয়ে নিয়ে যায়, চরিত্রগুলোকে তার দ্বীপে ছড়িয়ে দেয়ার মাধ্যমে।
-
নাটকের শিরোনাম "The Tempest" প্রথম দৃশ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
-
Act 1, Scene 1-এ দর্শক প্রথমে একটি জাহাজকে ঝড়ে ধ্বংস হতে দেখেন।
-
দৃশ্যটি ভরা থাকে নাবিকদের আতঙ্ক, রাজকীয় যাত্রীদের ক্রন্দন এবং বজ্রগর্জন দিয়ে।
-
এটি সঙ্গে সঙ্গে অশান্তি ও সংকটের পরিবেশ তৈরি করে।
-
ঘটনা হলো প্রসপেরোর প্রথম প্রতিশোধমূলক পদক্ষেপ, যা চরিত্রদের দ্বীপে ছড়িয়ে দিয়ে পুরো প্লটকে চালু করে।

0
Updated: 3 weeks ago
What is Othello’s reaction after killing Desdemona?
Created: 2 months ago
A
He flees Cyprus
B
He immediately regrets
C
He blames Emilia
D
He calls for Iago
Desdemona মারা যাওয়ার পরই Othello-র মনে অনুশোচনা শুরু হয়, কিন্তু তখনও সে বিশ্বাস করে যে ন্যায়সঙ্গত কাজ করেছে। Emilia সত্য প্রকাশ করার পর তার অপরাধবোধ চরমে পৌঁছে যায়।

0
Updated: 2 months ago