Who kills Polonius?
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
উত্তরের বিবরণ
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।

0
Updated: 2 weeks ago
Who disguises himself as Poor Tom in King Lear?
Created: 4 weeks ago
A
Edgar
B
Edmund
C
Kent
D
Gloucester

0
Updated: 4 weeks ago
What instructions does Hamlet give to the players before the performance?
Created: 2 weeks ago
A
To exaggerate emotions
B
To act naturally
C
To avoid political themes
D
To focus on comedy
Hamlet অভিনেতাদের বলে স্বাভাবিকভাবে অভিনয় করতে এবং আবেগকে অতিরঞ্জিত না করতে। তার উদ্দেশ্য ছিল Claudius-এর অপরাধ প্রকাশ করা, তাই অতিরিক্ত নাটকীয়তা যেন বার্তাটি আড়াল না করে। এটি Shakespeare-এর অভিনয় নীতি সম্পর্কেও ইঙ্গিত দেয়।

0
Updated: 2 weeks ago
Who persuades Macbeth to murder King Duncan?
Created: 2 weeks ago
A
Banquo
B
Lady Macbeth
C
The Witches
D
Macduff
Lady Macbeth তার স্বামীকে প্ররোচিত করে ডানকানকে হত্যার জন্য। সে তার পুরুষত্বকে প্রশ্ন করে এবং সাহস জোগায়। Macbeth প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও স্ত্রীর কথায় হত্যা করে। এতে ট্র্যাজেডির চক্র শুরু হয়।

0
Updated: 2 weeks ago