What does Polonius think is the cause of Hamlet’s madness?
A
His father’s death
B
Love for Ophelia
C
Political ambition
D
Guilt
উত্তরের বিবরণ
পোলোনিয়াস ভুলভাবে বিশ্বাস করে যে অফেলিয়ার প্রতি হ্যামলেটের ভালোবাসা এবং তার প্রত্যাখ্যানই তার উন্মাদনার কারণ। আসলে হ্যামলেট ভান করছে, কিন্তু পোলোনিয়াস এই ভুল ধারণা পোষণ করে ক্লডিয়াসকে বিভ্রান্ত করে। এটি নাটকের বিভ্রান্তি ও চক্রান্তকে আরও বাড়ায়।

0
Updated: 2 months ago
Who betrays Othello, leading to his downfall?
Created: 3 weeks ago
A
Cassio
B
Iago
C
Roderigo
D
Desdemona
Shakespeare রচিত “Othello” নাটকটি একটি ট্র্যাজেডি, যেখানে Iago মূল প্রতিপক্ষ হিসেবে উপস্থিত। Iago, Othello কে প্রতারণার মাধ্যমে বিভ্রান্ত করে এবং Desdemona ও Cassio সম্পর্কিত মিথ্যা তথ্য দেয়। এর ফলশ্রুতিতে Othello তার স্ত্রী Desdemona কে হত্যা করে এবং নিজেও শেষ পর্যন্ত ধ্বংস হয়। নাটকের কেন্দ্রীয় চরিত্র Othello, যিনি ভেনিসের একজন সেনাপতি, এবং তার নায়িকা হলো Desdemona। ট্র্যাজেডির মূল থিম হলো Othello-র অতিরিক্ত হিংসা এবং Iago-এর প্ররোচনায় সংঘটিত ধ্বংসাত্মক ঘটনা।
• Othello:
-
Shakespeare রচিত একটি ট্র্যাজেডি।
-
Othello হলেন ভেনিসের একজন Moor এবং প্রধান চরিত্র।
-
Desdemona হলো Othello-এর স্ত্রী এবং নায়িকা চরিত্র।
-
Villain চরিত্রে উপস্থিত ছিলেন Iago।
-
Othello তার নিজের স্ত্রী Desdemona-কে সন্দেহ করে হত্যা করে।
-
Othello এই ট্র্যাজেডিতে Othello Syndrome (অতিরিক্ত হিংসার মানসিক রোগ)-এর শিকার হয়, যার কারণে villain Iago-এর প্ররোচনায় সে Desdemona-কে হত্যা করে।
• Important characters:
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia ইত্যাদি
• William Shakespeare:
-
জন্ম: 23 April 1564, মৃত্যু: 23 April 1616
-
জন্মস্থান: Stratford-upon-Avon
-
একজন English poet, dramatist এবং actor
-
English national poet বলা হয়
-
পরিচিতি: 'Bard of Avon' বা Swan of Avon
-
মোট রচনা: 37 নাটক এবং 154 sonnets
• Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous poems: Sonnet 18 (Shall I Compare Thee to a Summer Day), The Rape of Lucrece, Venus and Adonis

0
Updated: 3 weeks ago
Who speaks the line "Neither a borrower nor a lender be" in Hamlet?
Created: 1 week ago
A
Hamlet
B
Laertes
C
Polonius
D
Gertrude
এই বিখ্যাত উপদেশমূলক উক্তিটি William Shakespeare–এর নাটক Hamlet-এর প্রথম অঙ্কে (Act I, Scene III) Polonius তার পুত্র Laertes-কে বলেন, যখন সে ফ্রান্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। Polonius একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান দরবারী, যিনি জীবনের ব্যবহারিক দিক নিয়ে তার ছেলেকে সতর্ক করেন।
১. তিনি Laertes-কে বলেন যেন সে কখনো কারও কাছ থেকে ঋণ না নেয় এবং কাউকে ঋণও না দেয়, কারণ ঋণ সম্পর্ক বন্ধুত্বে ফাটল ধরায় ও বিশ্বাস নষ্ট করে।
২. “Neither a borrower nor a lender be”-এর মাধ্যমে Shakespeare মানবসম্পর্কে অর্থনৈতিক নির্ভরশীলতার ক্ষতিকর দিকটি তুলে ধরেছেন।
৩. এই উপদেশটি Polonius-এর চরিত্রের নৈতিকতাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে—তিনি চান তার পুত্র একজন বিচক্ষণ, আত্মনির্ভরশীল ও সৎ ব্যক্তি হোক।
অর্থাৎ, এই উক্তিটি শুধুমাত্র একটি সাধারণ পরামর্শ নয়; বরং এটি জীবনের প্রজ্ঞা ও বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন, যা Polonius-এর পিতৃসুলভ উদ্বেগকে প্রকাশ করে।

0
Updated: 1 week ago
How does Emilia contribute to Iago’s downfall?
Created: 2 months ago
A
She hides the handkerchief
B
She helps Othello kill Desdemona
C
She exposes Iago’s plot
D
She kills Iago herself
এমিলিয়া নাটকের শেষের দিকে সত্য প্রকাশ করে। সে জানায় রুমালটি আসলে Iago-ই কৌশলে নিয়েছিল। এই সত্য প্রকাশের মাধ্যমে Iago-র প্রতারণা উন্মোচিত হয়। এমিলিয়ার সাহসী ভূমিকা নাটকের পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 2 months ago