Who tells Hamlet about the Ghost’s appearance?
A
Horatio
B
Claudius
C
Polonius
D
Laertes
উত্তরের বিবরণ
হোরেশিও হ্যামলেটকে জানায় যে দুর্গের প্রহরীরা রাতে মৃত রাজা হ্যামলেটের মতো দেখতে এক ভূত দেখেছে। এই সংবাদে হ্যামলেট আগ্রহী হয়ে ভূতের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এটি নাটকের রহস্যময়তার সূচনা এবং প্রতিশোধের কাহিনীর প্রথম ধাপ।

0
Updated: 2 months ago
Which of the following sonnets is a famous example of
iambic pentameter?
Created: 2 months ago
A
"Ozymandias" by Shelley
B
"Sonnet 18" by Shakespeare
C
"The Tyger" by Blake
D
"Kubla Khan" by Coleridge

1
Updated: 2 months ago
What is the role of Lady Macbeth’s sleepwalking scene?
Created: 3 weeks ago
A
To show her loyalty to Macbeth
B
To reveal her guilt and mental breakdown
C
To encourage Macbeth to act
D
To instruct the servants
লেডি ম্যাকবেথের ঘুমহাটা দৃশ্য তার অপরাধবোধ এবং মানসিক পতনের প্রকাশ।
সে হত্যাকাণ্ডের স্মৃতি নিয়ে দমে থাকে।
তার প্রভাবশালী ও দৃঢ় চরিত্র ভঙ্গুর হয়ে পড়ে।
শেক্সপিয়ার দেখিয়েছেন অপরাধের ফলাফল এবং মানসিক যন্ত্রণা নাটকের ট্র্যাজিক থিমকে দৃঢ় করে। এই দৃশ্য দর্শকদের জন্য নৈতিক ও মানসিক উপদেশ বহন করে।

0
Updated: 3 weeks ago
What social issue is highlighted through Othello’s identity as a Moor?
Created: 2 months ago
A
Poverty
B
Racism
C
Religion
D
War
ওথেলো একজন “Moor” হওয়ায় ভেনিসীয় সমাজে তাকে বিদেশি ও ভিন্ন জাতি হিসেবে দেখা হয়। তার প্রতি ব্র্যাব্যানশিও ও অন্যান্যদের দৃষ্টিভঙ্গি বর্ণবৈষম্যকে প্রকাশ করে। শেক্সপিয়র সমাজে বর্ণগত পূর্বাগ্রহ কিভাবে মানুষের সম্পর্ককে প্রভাবিত করে তা দেখিয়েছেন।

0
Updated: 2 months ago