Which daughter shows true loyalty to Lear?
A
Goneril
B
Regan
C
Cordelia
D
None
উত্তরের বিবরণ
করডেলিয়া তার বাবার প্রতি সত্যিকারের আনুগত্য দেখায়। প্রশংসা না করেও সে শেষে রাজাকে রক্ষা করতে আসে। তার মৃত্যু নাটকের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত।

0
Updated: 2 months ago
What is Bianca’s role in the handkerchief plot?
Created: 2 months ago
A
She steals it
B
She returns it angrily to Cassio
C
She hides it from Desdemona
D
She gives it to Iago directly
Bianca, Cassio-র প্রেমিকা, Cassio-র কাছ থেকে রুমালটি পেয়ে রাগে ফেরত দেয়। ওথেলো এটিকে প্রমাণ হিসেবে দেখে বিশ্বাস করে যে রুমালটি ডেসডিমোনা Cassio-কে দিয়েছে। এই ঘটনাই ওথেলোর সন্দেহকে নিশ্চিত করে তোলে এবং ট্র্যাজেডি চূড়ান্ত রূপ পায়।

3
Updated: 2 months ago
Why does Hamlet stage “The Mousetrap” play?
Created: 2 months ago
A
To entertain the court
B
To prove Claudius guilty by observing his reaction
C
To honor his father
D
To impress Ophelia
Hamlet নাটক মঞ্চস্থ করে Claudius-এর মুখভঙ্গি দেখে হত্যার প্রমাণ পেতে চায়।

1
Updated: 2 months ago
What is the "divided duty" that Desdemona speaks of to her father?
Created: 1 month ago
A
Her duty to Venice versus her duty to Cyprus.
B
Her duty to her father versus her duty to her husband, Othello.
C
Her duty to her faith versus her duty to her marriage
D
Her duty to help Cassio versus her duty to obey Othello.
Othello নাটকে ডেসডিমোনা যখন ভেনিসের ডিউকের সামনে তার বাবার অভিযোগের জবাব দিতে আসে, তখন সে খুবই calm eloquence অর্থাৎ শান্ত কিন্তু স্পষ্টভাষীভাবে নিজের বক্তব্য প্রকাশ করে। এখানে আমরা দেখতে পাই তার সাহস, আত্মবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা।
-
সে প্রথমেই স্বীকার করে যে তার life and education বা জীবন ও শিক্ষার জন্য বাবার কাছে তার কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা উচিত।
-
তবে এরপর যুক্তি দিয়ে বলে যে এখন তার আরও বড় দায়িত্ব তার স্বামীর প্রতি, কারণ বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
-
সে উদাহরণ হিসেবে নিজের মায়ের কথা তুলে ধরে, যিনি একসময় তার স্বামী Brabantio-কে নিজের বাবার ওপর অগ্রাধিকার দিয়েছিলেন।
-
এই বক্তব্যের মাধ্যমে ডেসডিমোনা প্রমাণ করে যে সে শুধু অনুগত মেয়ে নয়, বরং একজন woman of strength and conviction, যিনি নিজের পছন্দকে রক্ষা করতে ভয় পান না।

1
Updated: 3 weeks ago