Who blinds Gloucester?
A
Cornwall
B
Edmund
C
Oswald
D
Regan
উত্তরের বিবরণ
কর্নওয়াল গ্লস্টারের চোখ উপড়ে দেয় কারণ সে রাজার পক্ষ নিয়েছিল। এই নিষ্ঠুর দৃশ্য নাটকের অন্ধকার দিক ও প্রতিশোধপ্রবণতার চরম প্রকাশ।

0
Updated: 2 months ago
The quote "Hell is empty and all the devils are here" is taken from which literary work?
Created: 1 month ago
A
The Tempest
B
Macbeth
C
King Lear
D
Othello
The quote "Hell is empty and all the devils are here" is taken from William Shakespeare’s play The Tempest। এটি Shakespeare-এর শেষ নাটক হিসেবে বিশেষভাবে খ্যাত এবং ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কমেডি। নিচে নাটক ও লেখকের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হলো।
-
The Tempest
-
এটি ৫ অঙ্কে বিভক্ত একটি Romantic comedy।
-
১৬২৩ সালে First Folio-এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
-
The Tempest হচ্ছে Shakespeare-এর শেষ রচনা বা Swan Song।
-
"Tempest" শব্দের অর্থ হলো Violent Storm।
-
-
Main Characters
-
Prospero – Duke (Hero figure, possessor of magical powers)
-
Miranda – Heroine, Prospero’s daughter
-
Ariel – Supernatural creature, good in nature
-
Caliban – Supernatural creature, bad in nature
-
Antonio – Villain, Prospero’s brother
-
Ferdinand – Hero, Prince of Naples
-
Gonzalo – Honest counselor
-
-
Summary
-
Duke Prospero এবং তাঁর কন্যা Miranda ষড়যন্ত্রের শিকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়, যার নেপথ্যে ছিল Prospero-র নিজের ভাই Antonio।
-
Prospero তার supernatural power দ্বারা Ariel ও Caliban-কে নিয়ন্ত্রণ করে।
-
নাটকের শুরুতে Prospero তার জাদুবলে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করে (The Tempest), যার ফলে Antonio সহ অন্যান্য চরিত্ররা দ্বীপে এসে পড়ে।
-
শেষ পর্যন্ত প্রতিশোধ, জাদু, ক্ষমা ও পুনর্মিলনের মধ্য দিয়ে নাটকটির সমাপ্তি ঘটে।
-
-
Famous Quotations from The Tempest
-
Hell is empty and all the devils are here.
-
We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.
-
This thing of darkness, I acknowledge mine.
-
O, brave new world, that has such people in it!
-
Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.
-
Misery acquaints a man with strange bedfellows.
-
-
William Shakespeare
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
উপাধি: Bard of Avon বা Swan of Avon
-
পরিচয়: ইংরেজি সাহিত্যের জাতীয় কবি, নাট্যকার ও অভিনেতা; সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তিনি মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
-
-
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Romeo and Juliet ইত্যাদি।
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter’s Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure।
-
Comedy: The Tempest, Twelfth Night, A Comedy of Errors, As You Like It, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream ইত্যাদি।
-
Historical Plays: Julius Caesar, Henry IV (Part I & II), Henry V, Henry VI (Parts I–III), Richard II, Richard III, Henry VIII, King John ইত্যাদি।
-

0
Updated: 1 month ago
What was George Orwell’s real name?
Created: 3 weeks ago
A
Thomas Stearns Eliot
B
Eric Arthur Blair
C
William Golding
D
Aldous Huxley
George Orwell (মূল নাম: Eric Arthur Blair) একজন বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সমালোচক।
-
তিনি Animal Farm (1945) এবং Nineteen Eighty-Four (1949) উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
-
Nineteen Eighty-Four-এ তিনি একনায়কতন্ত্রের বিপদ ও ব্যক্তিস্বাধীনতার উপর হুমকি তুলে ধরেছেন।
-
তার প্রথম বই Down and Out in Paris and London (1933) “George Orwell” নামে প্রকাশিত হয়।
-
Orwell নামটি তিনি River Orwell (East Anglia) থেকে গ্রহণ করেন।
-
তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করে একজন সাহিত্যের রাজনৈতিক বিদ্রোহী হিসেবে আত্মপ্রকাশ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
A Clergyman’s Daughter (Novel)
-
A Hanging (Short Essay)
-
Burmese Days (Novel)
-
Coming Up for Air (Book)

1
Updated: 3 weeks ago
Who loses his reputation after a drunken brawl?
Created: 2 months ago
A
Othello
B
Cassio
C
Iago
D
Roderigo
Cassio মাতাল অবস্থায় ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং ওথেলোর আস্থা হারায়। এতে তার “reputation” নষ্ট হয়। নাটকে সুনামের মূল্য ও কিভাবে তা মুহূর্তে ধ্বংস হয়, এই থিম স্পষ্ট হয়। Iago এই ঘটনাকে কৌশলে ব্যবহার করে।

0
Updated: 2 months ago