Why does Hamlet delay killing Claudius when he sees him praying?
A
He feels pity
B
He doubts the ghost
C
He fears sin
D
He wants witnesses
উত্তরের বিবরণ
হ্যামলেট ভাবে, প্রার্থনার সময় ক্লডিয়াসকে হত্যা করলে সে স্বর্গে যাবে। হ্যামলেট প্রতিশোধে চায় ক্লডিয়াস নরকে যাক। তাই সে অপেক্ষা করে সুযোগের জন্য।

0
Updated: 2 months ago
In which year was William Shakespeare born?
Created: 2 months ago
A
1554
B
1564
C
1574
D
1544
William Shakespeare
He was an English dramatist and poet of the sixteenth century.
William Shakespeare was born on 23 April 1564 AD at Stratford-upon-Avon.
- Shakespeare died on 23 April 1616 AD.
• William Shakespeare is widely known as The Bard of Avon, National Poet of England এবং The Great Dramatist of All Time.
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন।
Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলোTragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।

1
Updated: 2 months ago
At the beginning of the play, what does the ghost of King Hamlet command his son, Hamlet, to do?
Created: 3 weeks ago
A
Flee Denmark to save his own life.
B
Marry Ophelia immediately for political stability.
C
Avenge his "foul and most unnatural murder."
D
Seize the throne from Claudius by force.
হ্যামলেট নাটকে রাজা হ্যামলেটের ভূত তাঁর ছেলে প্রিন্স হ্যামলেটের সামনে উপস্থিত হয়ে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। ভূত জানায়, তাকে হত্যা করেছে তার নিজের ভাই ক্লডিয়াস, যে এখন ডেনমার্কের রাজা এবং রানি গারট্রুডকে (হ্যামলেটের মা) বিয়ে করেছে।
-
ভূত হ্যামলেটকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেয়।
-
সে বলে, "If thou didst ever thy dear father love... Revenge his foul and most unnatural murder."
-
ভূতের মূল দাবি হলো ক্লডিয়াসকে হত্যা করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
-
তবে ভূত হ্যামলেটকে তার মা রানি গারট্রুডকে আঘাত না করতে নির্দেশ দেয়।
-
সবশেষে, ভূতের প্রধান ও স্পষ্ট আদেশ হলো ক্লডিয়াসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া।
তাই সঠিক উত্তর হলো Option C।

0
Updated: 3 weeks ago
Famous playwright William Shakespeare passed away in which of the following year?
Created: 2 months ago
A
1616
B
1564
C
1596
D
1660
Famous playwright William Shakespeare passed away in 1616 (April 23).
• William Shakespeare (1564 -1616)
- তিনি জন্মগ্রহণ করেন 23rd April, 1564.
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয় কারণ তার সাথে স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন শহরের সম্পর্ক রয়েছে,
- যেখানে তিনি ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে তিনি তার শৈশবকাল কাটিয়েছিলেন।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor,
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
- 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন।
Source: Britannica.

0
Updated: 2 months ago