What is Ophelia’s cause of death?
A
Drowning
B
Poison
C
Stabbing
D
Illness
উত্তরের বিবরণ

1
Updated: 2 months ago
Why does Claudius send Hamlet to England?
Created: 2 months ago
A
To negotiate peace
B
To negotiate peace
C
To have him killed
D
To find Fortinbras
Claudius বুঝতে পারে Hamlet তার জন্য বিপজ্জনক এবং রাজকীয় অবস্থান হুমকির মুখে ফেলতে পারে। তাই সে Hamlet-কে ইংল্যান্ডে পাঠায় একটি চিঠি দিয়ে, যেখানে ইংল্যান্ডের রাজাকে আদেশ করা হয়েছে Hamlet-কে হত্যা করতে। Hamlet পথিমধ্যে চিঠি বদলে Rosencrantz ও Guildenstern-এর মৃত্যুর ব্যবস্থা করে।

0
Updated: 2 months ago
What does Ophelia do before she dies?
Created: 2 months ago
A
Marries Hamlet
B
Becomes queen
C
Goes mad
D
Kills Claudius
Ophelia হলেন উইলিয়াম শেকসপিয়রের “Hamlet” নাটকের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তার বাবা Polonius কে যখন Hamlet ভুলক্রমে হত্যা করে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পাগল (mad) হয়ে যায়।
সে গানে গানে নিজের দুঃখ প্রকাশ করে, অদ্ভুত আচরণ করতে থাকে এবং ফুল বিলি করতে থাকে। এই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই সে পরে জলে ডুবে মারা যায় — যেটা নাটকে দুর্ঘটনা না আত্মহত্যা, তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে তার মৃত্যুর আগে সে পাগল হয়ে যায়, এটাই নিশ্চিত।
সারাংশ: Ophelia goes mad before her death, due to the trauma of her father’s death and Hamlet’s behavior.

2
Updated: 2 months ago
Why does the Ghost of King Hamlet appear to Prince Hamlet?
Created: 2 months ago
A
To bless his reign
B
To reveal the truth of his murder
C
To warn about Fortinbras
D
To ask for forgiveness
ভূত Hamlet-কে জানায় যে Claudius তাকে হত্যা করেছে। এই প্রকাশ Hamlet-কে প্রতিশোধ নেওয়ার শপথ করায় এবং পুরো নাটকের ট্র্যাজিক দ্বন্দ্বের সূচনা করে।

0
Updated: 2 months ago