Who says in “Hamlet”, “There are more things in Heaven and Earth, Horatio”?
A
Hamlet
B
Claudius
C
Ghost
D
Polonius
উত্তরের বিবরণ
হ্যামলেট হোরেশিওকে বলে যে মানুষের জ্ঞান সীমিত। পৃথিবী ও আকাশে এমন অনেক কিছু আছে যা দর্শন বা বিজ্ঞানের বাইরে। এটি অতিপ্রাকৃত ঘটনার প্রতি নাটকের বিশ্বাসকে প্রকাশ করে। ভূতের উপস্থিতি এর অন্যতম উদাহরণ।

0
Updated: 2 months ago
Which character is banished by Lear at the beginning of the play for defending Cordelia?
Created: 3 weeks ago
A
The Duke of Albany
B
The Duke of Cornwall
C
The Earl of Gloucester
D
The Earl of Kent
When Lear disowns Cordelia কারণ সে সৎ কিন্তু সরল উত্তর দেয়, তখন তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, Earl of Kent, speaks up against the King's rashness এবং injustice. Lear এই চ্যালেঞ্জে ক্ষিপ্ত হয়ে Kent-কে রাজ্য থেকে banish করে।
-
Lear Cordelia-এর প্রতি তার সততা বুঝতে ব্যর্থ হয়।
-
Kent তার রাজ্যের প্রতি দায়িত্ববোধ এবং নিষ্ঠা দেখিয়ে রাজাকে সতর্ক করে।
-
Lear-এর গর্জন ও রোষ Kent-এর জন্য পরিণতি হিসেবে নির্বাসন আনে।

0
Updated: 3 weeks ago
Who is the daughter of King Lear?
Created: 1 month ago
A
Desdemona
B
Cordelia
C
Ophelia
D
Rosalind
King Lear
-
রচনা: William Shakespeare, 5-act tragedy (1605–06 লেখা, 1608 প্রকাশ)।
-
মূল কাহিনি: বৃদ্ধ রাজা King Lear তার তিন কন্যার মধ্যে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন।
-
কন্যারা: Goneril, Regan, Cordelia।
-
Cordelia সত্যবাদী ও চাটুকারিতা এড়িয়ে চলে; King Lear তাকে বিতাড়িত করে।
-
ট্র্যাজেডি মূলত সত্যবাদিতা, অহং, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে।
Important Characters:
King Lear, Goneril, Regan, Cordelia, Edmund, Edgar।
Famous Quotations:
-
"How sharper than a serpent's tooth it is To have a thankless child!"
-
"Nothing will come of nothing: speak again."
-
"I am a man more sinned against than sinning."
-
"Speak what we feel, not what we ought to say."
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon। মৃত্যু: 23 April 1616।
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon, founder of Globe Theatre (1599)।
-
সাহিত্যিক রচনা: 37 plays, 154 sonnets।

0
Updated: 1 month ago
'I am a man more sinned against than sinning'. This is uttered by___
Created: 2 months ago
A
Horatio
B
Hamlet
C
King Lear
D
Macbeth
শেকসপিয়রের King Lear নাটকে (Act 3, Scene 2) রাজা লিয়ার একটি বিখ্যাত উক্তি করেন— "I am a man more sinned against than sinning."
রাজা লিয়ার ছিলেন ইংল্যান্ডের প্রবীণ শাসক। তিনি জীবনের শেষ সময়ে নিজের রাজ্য তিন কন্যার মধ্যে ভাগ করে দেন। বড় দুই মেয়ে গনারিল ও রিগান মিথ্যা প্রশংসা করে রাজ্য লাভ করে। কিন্তু রাজ্য হাতে পাওয়ার পর তারা বাবার প্রতি অকৃতজ্ঞ হয়। তারা লিয়ারকে রাজকীয় সম্মান দেয় না, বরং অপমান করে ঘর থেকে বের করে দেয়। ছোট মেয়ে কর্ডেলিয়া সত্য বলার জন্য রাজ্য হারালেও শেষ পর্যন্ত বাবার প্রতি অনুগত থাকে।
গনারিল ও রিগানের নিষ্ঠুর আচরণের ফলে লিয়ার ভয়ঙ্কর ঝড়ের রাতে আশ্রয়হীন অবস্থায় পড়েন। তখন দুঃখে ও ক্ষোভে তিনি বলেন, “আমি এমন এক মানুষ, যার প্রতি অন্যায় বেশি হয়েছে, অথচ আমি ততটা অন্যায় করিনি।”
এই উক্তির মাধ্যমে লিয়ার বুঝাতে চান, তিনি অন্যের পাপে ভুক্তভোগী। তার জীবনে মেয়েদের অকৃতজ্ঞতা ও প্রতারণা বড় আঘাত এনেছে। উক্তিটি তার হতাশা, অসহায়তা এবং বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের প্রতীক।

3
Updated: 3 weeks ago