Why is Macduff able to kill Macbeth despite the witches’ prophecy?
A
He is immortal
B
He was not “born of woman” in the usual way
C
He had magic help
D
He was fated as the true king
উত্তরের বিবরণ
ডাইনিরা বলে, কোনো নারীর গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া মানুষ ম্যাকবেথকে হত্যা করতে পারবে না। কিন্তু ম্যাকডাফ সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা স্বাভাবিক জন্ম নয়। এই ব্যাখ্যা ম্যাকবেথের ভ্রান্ত আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং তার মৃত্যুর পথ সুগম করে।

1
Updated: 2 months ago
Who delivers the final speech in Hamlet?
Created: 2 months ago
A
Horatio
B
Claudius
C
Fortinbras
D
Laertes
নাটকের শেষে Fortinbras ডেনমার্কে প্রবেশ করে এবং নিহত রাজপুত্র হ্যামলেটের জন্য সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়। তার শেষ বক্তব্য নাটকের করুণ পরিণতিকে রাষ্ট্রীয় ও ঐতিহাসিক পরিসরে নিয়ে যায়।

1
Updated: 2 months ago
Who is Prospero's brother, who usurped his title as Duke of Milan?
Created: 1 month ago
A
Alonso
B
Gonzalo
C
Antonio
D
Sebastian
Act 1, Scene 2-এ প্রসপেরো মিরান্ডাকে তার পটভূমি বর্ণনা করেন, ব্যাখ্যা করে কীভাবে তারা দ্বীপে পৌঁছায়। তিনি স্পষ্টভাবে তার ভাই অ্যান্টোনিওকে বর্ণনা করেন, যিনি তাকে বিশ্বাসঘাতকতা করেন।
প্রসপেরো তার গোপন অধ্যয়নে নিমগ্ন থাকা অবস্থায় রাজ্যের পরিচালনার দায় অ্যান্টোনিওর হাতে দেন। প্রতিপত্তির লালসায় অ্যান্টোনিও আলোনসো (নেপলসের রাজা)-র সঙ্গে চুক্তি করে প্রসপেরোকে উৎখাত করার জন্য।
বিনিময়ে সম্মান ও ভক্তি পাওয়ার জন্য, আলোনসো অ্যান্টোনিওকে মিলানের ডিউকের পদ দখল করতে সাহায্য করেন এবং প্রসপেরো ও শিশু মিরান্ডাকে সমুদ্রে ভাসিয়ে মারা পাঠানো হয়।

0
Updated: 3 weeks ago
How does Hamlet escape from the ship to England?
Created: 2 months ago
A
He bribes the captain
B
He swims to shore
C
Pirates attack and free him
D
He is rescued by Horatio
ইংল্যান্ডে যাওয়ার পথে জলদস্যুরা Hamlet-এর জাহাজ আক্রমণ করে। আশ্চর্যজনকভাবে তারা Hamlet-কে ক্ষতি না করে ডেনমার্কে ফিরিয়ে দেয়। এই ঘটনাই Hamlet-কে Claudius-এর ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে প্রতিশোধের সুযোগ দেয়।

0
Updated: 2 months ago