A
It will burn
B
It will kill him
C
It will vanish
D
It will move toward his castle
উত্তরের বিবরণ
ডাইনিরা ভবিষ্যদ্বাণী করে যে বির্নাম উড ম্যাকবেথের দুর্গের দিকে অগ্রসর হলে তার পতন আসবে। পরে দেখা যায় সৈন্যরা গাছের ডাল দিয়ে নিজেদের আড়াল করে এগিয়ে আসছে, যা ভবিষ্যদ্বাণী পূর্ণ করে এবং ম্যাকবেথের শেষ পরিণতি নির্ধারণ করে।

0
Updated: 2 weeks ago
Who says: “Speak of me as I am; nothing extenuate”?
Created: 2 weeks ago
A
Iago
B
Lodovico
C
Cassio
D
Othello
আত্মহত্যার আগে Othello এই কথা বলে অনুরোধ করে যেন তার জীবন ও কাজ সম্পর্কে সত্যই বলা হয়—না বাড়িয়ে, না কমিয়ে। এটি তার অনুশোচনা ও শেষ মর্যাদা রক্ষার প্রচেষ্টা প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago
What theme is most strongly reflected in the ending of The Tempest?
Created: 2 weeks ago
A
Revenge and destruction
B
Hatred and cruelty
C
Forgiveness and reconciliation
D
Endless conflict
নাটকের শেষে Prospero তার শত্রুদের ক্ষমা করে এবং প্রতিশোধ ত্যাগ করে। Alonso তার ভুল স্বীকার করে এবং Ferdinand ও Miranda-র বিবাহের মাধ্যমে শান্তি ফিরে আসে। এই সমাপ্তি ক্ষমা, মানবিকতা এবং পুনর্মিলনের শক্তিশালী বার্তা দেয়। এটি শেকসপিয়ারের দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

1
Updated: 2 weeks ago
Which character warns Lear that he is “mad” to give away his crown so early?
Created: 2 weeks ago
A
Fool
B
Kent
C
Albany
D
Gloucester
প্রথম অঙ্কে Kent সাহস করে Lear-কে সতর্ক করে যে এত তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দেওয়া বোকামি। এর ফলে Kent নির্বাসিত হয়।

0
Updated: 2 weeks ago