Who is the first to be murdered by Macbeth?
A
Duncan
B
Banquo
C
Macduff’s family
D
The guards
উত্তরের বিবরণ
ম্যাকবেথ আগে রাজা ডানকানকে হত্যা করে। রাজা ডানকানকে হত্যার পর ম্যাকবেথ রাজার প্রহরীদের হত্যা করে। সে এই কাজটি করে যেন তাদেরকে হত্যার দায়ে দোষারোপ করে নিজের অপরাধ আড়াল করতে পারে। এই হত্যাকাণ্ড তার নৈতিক পতনের সূচনা এবং পরবর্তী রক্তপাতের পথ প্রশস্ত করে।

1
Updated: 2 months ago
In his first appearance Hamlet was wearing-
Created: 3 weeks ago
A
Royal robes
B
The Crown
C
Jester’s Costume
D
Mourning dress
হ্যামলেট প্রথমবার নাটকে (অ্যাক্ট ১, সীন ২) প্রদর্শিত হওয়ার সময় শোকে পরিপূর্ণ পোশাকে থাকেন।
-
তিনি কালো পোশাক পরেছেন, যা “ইঙ্কি ক্লোক” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার পিতার, কিং হ্যামলেটের, সাম্প্রতিক মৃত্যুর কারণে তার শোক ও বেদনা প্রকাশ করে।
-
এই পোশাকের মাধ্যমে তিনি রাজপ্রাসাদের অন্যান্য সদস্যদের থেকে আলাদা দেখান, যা তার মর্মাহত এবং শোকাহত মানসিক অবস্থার প্রতিফলন।

0
Updated: 3 weeks ago
To be, or not to be, that is the question – is a famous dialogue from-
Created: 2 months ago
A
Othello
B
Hamlet
C
Romeo and Juliet
D
Macbeth
William
Shakespeare রচিত Tragedy 'Hamlet' থেকে উদ্ধৃত কয়েকটি বিখ্যাত উক্তি নিম্নরূপ:
Quote
•
To be or not to be, that is the question (হ্যামলেট তাঁর বাবার হত্যাকারীকে হত্যা
করবে কি করবে না এই সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে)
•
Frailty, thy name is woman (নারীর অপর নাম দুর্বলতা। হ্যামলেটের বাবা মারা গিয়েছেন
দুমাস হয়নি, রাণীর প্রতিও তার ভালোবাসার কোনো অভাব ছিলনা অথচ এর মাঝেই তিনি হ্যামলেট
এর কাকাকে বিয়ে করে ফেলেন যার প্রেক্ষিতেই এই উক্তি)
•
Brevity is the soul of wit. (সংক্ষিপ্ত কথাই রসিকতার প্রাণ)
•
There is nothing either good or bad but thinking makes it so. (পৃথিবীতে ভালো-মন্দ
বলে কিছু নাই, চিন্তাই ভালো-মন্দ তৈরি করে
•
When sorrows come, they come not single spices but in battalions. (দুঃখ যখন আসে
একা আসে না, দল বেঁধে আসে)

0
Updated: 2 months ago
What advice does Polonius give to Laertes before he leaves for France?
Created: 2 months ago
A
“To be, or not to be”
B
“Neither a borrower nor a lender be”
C
“Frailty, thy name is woman”
D
“The rest is silence”
পোলোনিয়াস তার ছেলে লেয়ার্টিসকে নানা উপদেশ দেয়, যার মধ্যে একটি হলো অর্থ ধার না দেওয়া বা ধার না নেওয়া। এটি তার প্রাজ্ঞ কিন্তু অতিরিক্ত নীতিবাদী চরিত্রকে তুলে ধরে।

0
Updated: 2 months ago